Ajker Patrika

ঢাবির ভিসি চত্বরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৭: ৪৩
ঢাবির ভিসি চত্বরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ১০টার সময়ে আজাদ ফিলিস্তিনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

গায়েবানা জানাজার আগে বক্তব্য রাখেন ঢাবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম অপু, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমরান। আরিফুল ইসলাম অপু বলেন, ‘সাহাবি হজরত ওসমান (রা.) হত্যার বিষয় শোনার পর রাসুল সা. এর হাতে সবাই যেরকম বাইয়াত (শপথ) নিয়েছে তেমনি আমাদেরও বাইয়াত নিতে হবে। ইয়াহিয়া সিনওয়ার আমাদের নেতা। আল্লাহ তার শাহাদাত কবুল করুক।’ 

ইমরান বলেন, ‘ফিলিস্তিনের জনগণের মুক্তির সংগ্রাম নির্দিষ্ট কোনো ভূখণ্ডের সংগ্রাম নয়, এটা আমাদেরও সংগ্রাম। আমরা এখান থেকে জানাতে চাই, আমরা ফিলিস্তিনের পাশে রয়েছি।’ 

গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন আরবি বিভাগের শিক্ষার্থী আশিক বিল্লাহ। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন তিনি। মোনাজাত শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এ সময় তারা ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘অকিউপেশন অকিউপেশন, নো মোর নো মোর’, ‘আমাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার, লাল সালাম লাল সালাম’ ইত্যাদি স্লোগান দেন। 

গত বুধবার ইসরায়েলের হামলায় এ হামাস নেতা নিহত হন। এরপর গতকাল রাতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী (আইডিএফ) ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত