Ajker Patrika

রাজধানীর শ্যামপুর থেকে জালনোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা আটক

রাজধানীর শ্যামপুর থেকে জালনোট প্রস্তুতকারী চক্রের মূল হোতা আটক

রাজধানী শ্যামপুর এলাকা থেকে জালনোট প্রস্তুতকারী চক্রের ১ সদস্যকে আটক করেছে র‍্যাব। তাঁর নাম হৃদয় মাতব্বর (২২)। আজ শুক্রবার ভোরে তাঁকে আটক করা হয়। 

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাই পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জালনোট তৈরি ও ব্যবসায়ী চক্রের মূল হোতা হৃদয়কে আটক করা হয়। 

অভিযানে আটক হৃদয়ের কাছ থেকে জালনোট তৈরিতে ব্যবহৃত ১টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি প্রিন্টার, ১ টি কী-বোর্ড, ১ টি মাউস, ১ টি রাউটার, ২ টি মাল্টিপ্লাগ, ১ টি পেপার কাটার, ৯ টি ভুয়া এনআইডি কার্ড, ৩ টি ভুয়া ভারতীয় এনআইডি কার্ডের ফটোকপি এবং ৬০ হাজার ৭০০ টাকা মূল্যমানের জাল টাকা (৬০২টি ১০০ টাকার নোট এবং ১টি ৫০০ টাকার নোট) উদ্ধার করা হয়। 

শামীম হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে—আটককৃত হৃদয় আগে থেকেই কম্পিউটারে পারদর্শী। সে ধোলাই পাড় এলাকার একটি কম্পিউটারের দোকানে কাজ করত। সে ইউটিউব থেকে জালটাকা বানানোর প্রক্রিয়া দেখে এবং নিজের অর্জিত কম্পিউটারে দক্ষতা কাজে লাগিয়ে জাল নোট তৈরিতে পারদর্শিতা অর্জন করে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত