Ajker Patrika

দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নারী নিহত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২২, ১৩: ২৭
দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নারী নিহত 

রাজধানীর কমলাপুরের টিটিপাড়া এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাজমা নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডিএসসিসি ময়লার গাড়ির চালক সোহেল রানাকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর।

ওসি জামাল উদ্দীন মীর বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নিহত নাজমা বেগম মুগদা টিটিপাড়া এলাকায় সড়ক পার হতে গেলে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

জামাল উদ্দীন বলেন, ‘ডিএসসিসির ময়লার গাড়িটি জব্দ এবং চালক সোহেল রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী আব্দুর রহিম মুন্সি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

বর্তমানে নিহত নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজের মর্গে নাজমার ভাই দ্বীন ইসলাম জানান, তাঁর বোনের দুই মেয়ে। ছোট মেয়ে স্বর্ণা ও স্বামীসহ গ্রামের বাড়িতে থাকতেন। বড় মেয়ে পুর্নিমা আক্তার ঢাকার আফতাবনগরে থাকেন। গত তিন দিন আগে স্বামীর সঙ্গে রাগারাগি করে ঢাকায় এলেও কোনো আত্মীয়ের বাড়িতে যাননি তিনি।

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত