নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জাহিদ সারোয়ারকে ধারায় ২৪ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী ফারহানা হাবিবকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
আসামিরা পলাতক থাকায় রায় ঘোষণার পর আদালত প্রত্যেকের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওই আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদ সারোয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের দায়ে ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড, জালিয়াতির দায়ে ৭ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং অর্থ পাচারের দায়ে ৭ বছরের কারাদণ্ডসহ ৫ কোটি ৪৭ লাখ ৬০ জরিমানা করা হয়েছে।
মামলার অপর আসামি ফারহানা হাবিবকে স্বামীকে অর্থ আত্মসাতে সহযোগিতার দায়ে করে ৩ বছরের কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং অর্থ পাচারে সহযোগিতার দায়ে ৪ বছরের কারাদণ্ড, ৪ কোটি ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অর্থ পাচারের দায়ে দুজনকে যে পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে তা আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। আদায়কৃত জরিমানার অর্ধেক টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে এবং বাকি টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পাবে।
মামলার বিবরণে জানা যায়, জাহিদ সারোয়ার ও ফারহানা হাবিব স্বামী-স্ত্রী। তারা পরস্পর যোগসাজশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বনানী শাখার প্রিভিলেজ গ্রাহক ফেরদৌসী আমান নামের একজন হিসাবধারীর স্বাক্ষর জাল করে বিভিন্ন চেকের মাধ্যমে চার কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন।
এই অর্থের প্রায় দুই কোটি ২৪ লাখ টাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের বসুন্ধরা শাখায় ফারহানা হাবিবের মালিকানাধীন আশা ক্রিয়েশন নামের হিসাব নম্বরে জমা করা হয়। ২০১৬ সালের ২৬ এপ্রিল থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক শফি উল্লাহ ২০১৯ সালের ১০ ডিসেম্বর মামলা করেন।
গত বছরের ২৫ জানুয়ারি মামলাটির তদন্ত করে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. শফি উল্লাহ। এরপর চার্জগঠন করে দুজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জাহিদ সারোয়ারকে ধারায় ২৪ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী ফারহানা হাবিবকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
আসামিরা পলাতক থাকায় রায় ঘোষণার পর আদালত প্রত্যেকের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওই আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদ সারোয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের দায়ে ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড, জালিয়াতির দায়ে ৭ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং অর্থ পাচারের দায়ে ৭ বছরের কারাদণ্ডসহ ৫ কোটি ৪৭ লাখ ৬০ জরিমানা করা হয়েছে।
মামলার অপর আসামি ফারহানা হাবিবকে স্বামীকে অর্থ আত্মসাতে সহযোগিতার দায়ে করে ৩ বছরের কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং অর্থ পাচারে সহযোগিতার দায়ে ৪ বছরের কারাদণ্ড, ৪ কোটি ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অর্থ পাচারের দায়ে দুজনকে যে পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে তা আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। আদায়কৃত জরিমানার অর্ধেক টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে এবং বাকি টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পাবে।
মামলার বিবরণে জানা যায়, জাহিদ সারোয়ার ও ফারহানা হাবিব স্বামী-স্ত্রী। তারা পরস্পর যোগসাজশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বনানী শাখার প্রিভিলেজ গ্রাহক ফেরদৌসী আমান নামের একজন হিসাবধারীর স্বাক্ষর জাল করে বিভিন্ন চেকের মাধ্যমে চার কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন।
এই অর্থের প্রায় দুই কোটি ২৪ লাখ টাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের বসুন্ধরা শাখায় ফারহানা হাবিবের মালিকানাধীন আশা ক্রিয়েশন নামের হিসাব নম্বরে জমা করা হয়। ২০১৬ সালের ২৬ এপ্রিল থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক শফি উল্লাহ ২০১৯ সালের ১০ ডিসেম্বর মামলা করেন।
গত বছরের ২৫ জানুয়ারি মামলাটির তদন্ত করে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. শফি উল্লাহ। এরপর চার্জগঠন করে দুজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে