নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করেন। তাইতো দ্রব্যমূল্যে ভর্তুকি দিয়ে দেশের এক কোটি স্বল্প আয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি সব সময় দুঃখী মানুষের কথা ভাবেন। তাদের ভাগ্য উন্নয়নে চিন্তা করেন।’
আজ রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জের শোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এখন থেকেই দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
এমপি বলেন, ‘কালিগঙ্গা নদী ভাঙন রোধে একনেকে প্রকল্পটি উঠেছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে। এ ছাড়াও ট্যানারির বর্জ্যে কালিগঙ্গা নদীর পানি দূষিত হওয়ায় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলাম। প্রয়োজনে আবারও বলব।’
তিনি বলেন, ‘অচিরেই দোহার ও নবাবগঞ্জে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে দুটি পাইলট প্রকল্প চালু করা হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, দোহার সার্কেলের এএসপি মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এ বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এর আগে দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম’ অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করেন। তাইতো দ্রব্যমূল্যে ভর্তুকি দিয়ে দেশের এক কোটি স্বল্প আয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি সব সময় দুঃখী মানুষের কথা ভাবেন। তাদের ভাগ্য উন্নয়নে চিন্তা করেন।’
আজ রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জের শোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এখন থেকেই দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
এমপি বলেন, ‘কালিগঙ্গা নদী ভাঙন রোধে একনেকে প্রকল্পটি উঠেছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে। এ ছাড়াও ট্যানারির বর্জ্যে কালিগঙ্গা নদীর পানি দূষিত হওয়ায় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলাম। প্রয়োজনে আবারও বলব।’
তিনি বলেন, ‘অচিরেই দোহার ও নবাবগঞ্জে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে দুটি পাইলট প্রকল্প চালু করা হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, দোহার সার্কেলের এএসপি মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এ বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এর আগে দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম’ অনুষ্ঠানে যোগ দেন।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৫ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৬ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪২ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
২ ঘণ্টা আগে