Ajker Patrika

ধানখেতে ঘাসচাপা দেওয়া ছিল মাদ্রাসাছাত্রীর লাশ

শরীয়তপুর প্রতিনিধি
ধানখেত থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
ধানখেত থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

সকালে পরীক্ষা দিতে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার রূপা (১৫)। আজ বৃহস্পতিবার বিকেলে সড়কের পাশের ধানখেতে পাওয়া গেছে তার লাশ।

আমেনা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর ছোট মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, ক্লাস-পরীক্ষা চলছিল আমেনার। ক্লাস-পরীক্ষায় অংশ নিতে আজ সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয় সে। কিন্তু তার ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। পরীক্ষা শেষে সহপাঠীরা বাড়ি ফিরেছে, কিন্তু আমেনা বাড়ি ফেরেনি। সহপাঠীরা স্বজনদের জানায়, আজ আমেনা মাদ্রাসায় যায়নি। মাদ্রাসায় খোঁজ নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, আমেনা মাদ্রাসায় যায়নি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে কোরালতলী সড়কের পাশে ধানের জমিতে জমে থাকা পানির নিচে ঘাসের মধ্যে আমেনার নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে।

নিহত আমেনার চাচা কালাম ঢালী বলেন, ‘আমেনা প্রতিদিনের ন্যায় আজকেও মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে কোড়ালতলী এলাকার সড়কের উত্তর পাশে ধানখেতে জমে থাকা পানিতে ঘাস দিয়ে চাপা দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। আমাদের ধারণা, কেউ আমেনাকে হত্যা করে লাশ গুম করেছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাতিজির হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আজ বেলা ৩টার দিকে চর কোড়ালতলী এলাকার সড়কের পাশে ধানখেত থেকে ওই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত