Ajker Patrika

রাজধানীতে চাঁদাবাজি করতে গিয়ে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে চাঁদাবাজি করতে গিয়ে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে গিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১০ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী বাদী হয়ে ৪ জনসহ অজ্ঞাতনামাসহ কয়েকজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। 

আটক দুই নেতা হলেন—   ঢাকা মহানগর উত্তর ১০০ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বাবু ওরফে ভাঙারি বাবু (৩২) ও কবীর ওরফে দাঁতভাঙা কবির (৩০)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বি ব্লকে অভিজিৎ কুমার সেনগুপ্ত (৬০) নামের এক ব্যবসায়ী তাঁর বাড়িতে ইলেকট্রিকের কাজ করাচ্ছিলেন। এ সময় বাবু ওরফে ভাঙারি বাবু ও কবির ওরফে দাঁতভাঙা কবিরসহ ৫-৬ জন ওই ব্যবসায়ীর বাসায় এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ইলেকট্রিক মিস্ত্রিদের মারধর করেন। তাঁরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বাড়ির মালিকসহ মিস্ত্রিদের হুমকি দিয়ে যান। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শনিবার মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আমরা তাঁদের আদালতে পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত