Ajker Patrika

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল ও সাংসদ ইকবাল করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯: ০২
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল ও সাংসদ ইকবাল করোনায় আক্রান্ত

শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোববার দুপুরে সাংসদের ব্যক্তিগত সহকারী ও পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। তবে অধিবেশনে যোগ দেওয়ার আগে রোববার সকালে করোনা পরীক্ষার ফলাফলে তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এনামুল হক শামীমের একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার জানান, রোববার বিকেল ৪টায় নতুন বছরে সংসদের প্রথম অধিবেশনে যোগদানের জন্য সকালে করোনার নমুনা পরীক্ষা করেন উপমন্ত্রী এনামুল হক শামীম। পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে। তাৎক্ষণিক উপমন্ত্রী নিজ বাসভবনে ফিরে গেছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। যেহেতু করোনা পজিটিভ তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতেই বিশ্রামে থাকবেন। 

ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবাল জানান, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রস্তুতির অংশ হিসেবে রোববার সকালে করোনা টেস্টের জন্য নমুনা দেন তাঁর বাবা। টেস্টের ফলাফলে করোনা পজিটিভ এসেছে। তাঁর জ্বর, মাথাব্যথা ও কাশি রয়েছে। বর্তমানে তিনি ঢাকায় ধানমন্ডি এলাকার তাঁর ভাড়া বাড়িতে বিশ্রামে রয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত