Ajker Patrika

ঘন কুয়াশায় আজও ঢাকার দুই ফ্লাইট নামল কলকাতায়

বিশেষ প্রতিনিধি, ঢাকা
Thumbnail image

ঘন কুয়াশার কারণে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল। ঢাকার পথে থাকা দুটি ফ্লাইট গন্তব্য বদলে কলকাতায় অবতরণ করে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান।  

আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার জন্য বিমানের দুটি যাত্রীবাহী ফ্লাইট কলকাতায় ‘ডাইভার্ট’ করা হয়। আজ সকাল ৮টার পর থেকে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ শুরু করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র জানায়, ফ্লাইটগুলো সকালের দিকে ঢাকার দিকে অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮ টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায়, দুটি ফ্লাইট কুয়ালালামপুর, একটি দিল্লি ও একটি ব্যাংককে অবতরণ করে।

রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। কুয়াশা আরও কিছুদিন থাকার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত