Ajker Patrika

খেলার মাঠ যেন প্লট হিসাবে বরাদ্দ না দেওয়া হয়: মেয়র আতিকুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলার মাঠ যেন প্লট হিসাবে বরাদ্দ না দেওয়া হয়: মেয়র আতিকুল 

নগরীর সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নকশা অনুসারে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি রাজউক এবং ডেভেলপার কোম্পানির উদ্দেশে বলেন, ‘নকশায় যে পার্ক ও খেলার মাঠ থাকে তা যেন প্লট হিসাবে বরাদ্দ না দেওয়া হয়।’

আজ সোমবার রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টর মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র’স কাপ টুর্নামেন্টের ভলিবল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।  

অনুষ্ঠানে মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে, আর সোনার মানুষ গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এ শহর আমাদের সবার, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাই মাঠগুলোতে মেয়েদের খেলাধুলারও ব্যবস্থা করা হবে।’  

দখল হওয়া অনেক খেলার মাঠ উদ্ধার করা হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ২৪টি মাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছি যেগুলো আগে অবৈধ দখলে ছিল। সেগুলোর মধ্যে ৪টি মাঠ ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে, বাকি মাঠগুলোতে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে, আগামী রোজার পরে আরও ১৮টি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত