Ajker Patrika

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ঢামেকে ভর্তি ১৫ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১২: ২৯
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ঢামেকে ভর্তি ১৫ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে আইসিইউতে থাকা রাজন ছাড়া বাকিদের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন মো. নাজমুল হক।

পরিচালক বলেন, ‘আমাদের এখানে মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। রাজন নামের একজন আইসিইউতে। আর অন্যরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। পাঁচজনকে চিকিৎসকেরা দেখে ছাড়পত্র দিয়েছেন। তবে তাঁরা পরবর্তী চিকিৎসা নিতে আসবেন।’ 

নাজমুল হক আরও বলেন, ‘আইসিইউতে থাকা রাজনের বুধবার অস্ত্রোপচার হয়েছে। তবে তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আমরা তাঁদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বোর্ডে বিভিন্ন বিভাগের প্রধানেরা রয়েছেন।’

এই বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে ১৭২ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলেও জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ জন ভর্তি আছেন। তাঁরা হলেন—মো. হাসান, ইয়াসিন, খলিল, আজম, অলি শিকদার, বাবলু, আল আমিন, বাচ্চু মিয়া, জাহান ও মোস্তফা। প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাধীন সবার অবস্থা সংকটাপন্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত