নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এক সপ্তাহ আগেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগী ফেরত দিতে হয়েছে। তবে এখন রোগীর চাপ কমেছে। তিন ভাগের একভাগেরও বেশি শয্যা খালি রয়েছে। ফলে রোগী ভর্তি করাতে আর সমস্যা হচ্ছে না।
আজ বুধবার সরেজমিনে করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, রোগীর চাপ নেই। অনেক শয্যা খালি। তবে খোঁজ নিয়ে জানা যায়, খালি নেই নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কোনো শয্যা। সেখানে শয্যা পেতে এখনো অপেক্ষমাণ থাকতে হচ্ছে দীর্ঘ সময়।
হাসপাতালের টিকিট কাউন্টার থেকে জানা যায়, আজ সারাদিনে ১০ জন করোনা রোগী ভর্তি হয়েছে। যেখানে এক সপ্তাহ আগেও ৩০ থেকে ৩৫ জন রোগী থাকতো।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, করোনা ইউনিটে অনেক শয্যা খালি আছে। মৃত্যুর সংখ্যাও অনেক কমেছে।
সরকারের পক্ষ থেকে লকডাউন দেওয়াতে আক্রান্তের সংখ্যা কমেছে উল্লেখ করে নাজমু্ল হক বলেন, ঘরের বাইরে, শপিংমলে ভিড় না করলে সংক্রমণ আরো কমে যাবে। সীমিত আকারে সবকিছু চলছে। খুব প্রয়োজন না হলে মার্কেটে যাবেন না।
হাসপাতালের করোনা ইউনিটের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে কোভিড রোগীদের জন্য মোট ৮০০ শয্যা রয়েছে। যেখানে বর্তমানে রোগী ভর্তি আছে ৫১২ জন। উন্নত চিকিৎসার জন্য রয়েছে ২০টি আইসিইউ ও ৪০টি হাইডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিউ)।
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি রয়েছে উল্লেখ করে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, আমাদের পর্যাপ্ত পরিমানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যা দিয়ে অনেক আইসিইউ রোগীকে সাপোর্ট দেওয়া হচ্ছে। ফ্রি শয্যা ও কোভিড–১৯–এর কারণে হাসপাতালে আইসিইউের চাহিদাও বেড়েছে। এ কারণে এখানে শয্যা খালি পেতে অপেক্ষা করতে হচ্ছে।
ঢাকা: এক সপ্তাহ আগেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগী ফেরত দিতে হয়েছে। তবে এখন রোগীর চাপ কমেছে। তিন ভাগের একভাগেরও বেশি শয্যা খালি রয়েছে। ফলে রোগী ভর্তি করাতে আর সমস্যা হচ্ছে না।
আজ বুধবার সরেজমিনে করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, রোগীর চাপ নেই। অনেক শয্যা খালি। তবে খোঁজ নিয়ে জানা যায়, খালি নেই নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কোনো শয্যা। সেখানে শয্যা পেতে এখনো অপেক্ষমাণ থাকতে হচ্ছে দীর্ঘ সময়।
হাসপাতালের টিকিট কাউন্টার থেকে জানা যায়, আজ সারাদিনে ১০ জন করোনা রোগী ভর্তি হয়েছে। যেখানে এক সপ্তাহ আগেও ৩০ থেকে ৩৫ জন রোগী থাকতো।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, করোনা ইউনিটে অনেক শয্যা খালি আছে। মৃত্যুর সংখ্যাও অনেক কমেছে।
সরকারের পক্ষ থেকে লকডাউন দেওয়াতে আক্রান্তের সংখ্যা কমেছে উল্লেখ করে নাজমু্ল হক বলেন, ঘরের বাইরে, শপিংমলে ভিড় না করলে সংক্রমণ আরো কমে যাবে। সীমিত আকারে সবকিছু চলছে। খুব প্রয়োজন না হলে মার্কেটে যাবেন না।
হাসপাতালের করোনা ইউনিটের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে কোভিড রোগীদের জন্য মোট ৮০০ শয্যা রয়েছে। যেখানে বর্তমানে রোগী ভর্তি আছে ৫১২ জন। উন্নত চিকিৎসার জন্য রয়েছে ২০টি আইসিইউ ও ৪০টি হাইডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিউ)।
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি রয়েছে উল্লেখ করে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, আমাদের পর্যাপ্ত পরিমানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যা দিয়ে অনেক আইসিইউ রোগীকে সাপোর্ট দেওয়া হচ্ছে। ফ্রি শয্যা ও কোভিড–১৯–এর কারণে হাসপাতালে আইসিইউের চাহিদাও বেড়েছে। এ কারণে এখানে শয্যা খালি পেতে অপেক্ষা করতে হচ্ছে।
বগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৪০ মিনিট আগেবেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৭ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৭ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৮ ঘণ্টা আগে