নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন দেখলেন আজিমপুর সরকারি কলোনির বাসিন্দারা। বড় পর্দায় উপভোগ করলেন পদ্মা সেতুর উদ্বোধন। আজ শনিবার আজিমপুর সরকারি কলোনির বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় প্রজেক্টরের মাধ্যমে সেতু উদ্বোধনের অনুষ্ঠান দেখেন কলোনিবাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ শনিবার দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন।
আজিমপুর বি জোনের বাসিন্দা হাম্মাদুর রহমান বলেন, ফেরিঘাটে অ্যাম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কী? তিন ঘণ্টা দেরি হওয়ায় ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কী? কুয়াশার কারণে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্সযোদ্ধা প্রবাসী জানেন পদ্মা সেতু কী? সারা বছর পরিচর্যার পর ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষক বলতে পারবেন পদ্মা সেতু কী? প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলারসহ ডুবে যাওয়া সন্তানকে খুঁজে না পাওয়া বাবা-মা জানেন পদ্মা সেতু কী?
হাম্মাদুর রহমান বলেন, পদ্মা সেতু কখনোই একটি সাধারণ সেতু ছিল না। পদ্মার দুপারের মানুষ যারা সেই পথ ব্যবহার করে, তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাঁড় করানো হয়েছে। খাগড়াছড়ির পাহাড়ে কিংবা ঢাকায় এসি রুমে বসে এই সেতুর গুরুত্ব কী, তা বোঝা যাবে না।
আজিমপুর কলোনির বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আক্তারুজ্জামান বলেন, ‘সবার সঙ্গে একত্রে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখার মজাটাই আলাদা। বাসায় বসে হয়তো একা একা দেখা যেত, কিন্তু এখানে বসে অনেকের সঙ্গে পরিচয় হলো এটাই সার্থকতা।’
কলোনির বাসিন্দা আফসার আলী বলেন, ‘জাতির গর্ব পদ্মা সেতু, জাতির গর্ব শেখ হাসিনা।
জানা গেছে, আজিমপুর বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় এই অনুষ্ঠানের আয়োজন করে উইং আর ইউনাইটেড। উদ্বোধনী অনুষ্ঠানের পর কলোনির বাসিন্দাদের জন্য খিচুড়ির আয়োজন করে উদ্যোক্তারা।
উৎসবমুখর পরিবেশে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন দেখলেন আজিমপুর সরকারি কলোনির বাসিন্দারা। বড় পর্দায় উপভোগ করলেন পদ্মা সেতুর উদ্বোধন। আজ শনিবার আজিমপুর সরকারি কলোনির বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় প্রজেক্টরের মাধ্যমে সেতু উদ্বোধনের অনুষ্ঠান দেখেন কলোনিবাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ শনিবার দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন।
আজিমপুর বি জোনের বাসিন্দা হাম্মাদুর রহমান বলেন, ফেরিঘাটে অ্যাম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কী? তিন ঘণ্টা দেরি হওয়ায় ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কী? কুয়াশার কারণে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্সযোদ্ধা প্রবাসী জানেন পদ্মা সেতু কী? সারা বছর পরিচর্যার পর ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষক বলতে পারবেন পদ্মা সেতু কী? প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলারসহ ডুবে যাওয়া সন্তানকে খুঁজে না পাওয়া বাবা-মা জানেন পদ্মা সেতু কী?
হাম্মাদুর রহমান বলেন, পদ্মা সেতু কখনোই একটি সাধারণ সেতু ছিল না। পদ্মার দুপারের মানুষ যারা সেই পথ ব্যবহার করে, তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাঁড় করানো হয়েছে। খাগড়াছড়ির পাহাড়ে কিংবা ঢাকায় এসি রুমে বসে এই সেতুর গুরুত্ব কী, তা বোঝা যাবে না।
আজিমপুর কলোনির বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আক্তারুজ্জামান বলেন, ‘সবার সঙ্গে একত্রে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখার মজাটাই আলাদা। বাসায় বসে হয়তো একা একা দেখা যেত, কিন্তু এখানে বসে অনেকের সঙ্গে পরিচয় হলো এটাই সার্থকতা।’
কলোনির বাসিন্দা আফসার আলী বলেন, ‘জাতির গর্ব পদ্মা সেতু, জাতির গর্ব শেখ হাসিনা।
জানা গেছে, আজিমপুর বি জোনের কমন ফ্যাসিলিটিজ ভবনের দোতলায় এই অনুষ্ঠানের আয়োজন করে উইং আর ইউনাইটেড। উদ্বোধনী অনুষ্ঠানের পর কলোনির বাসিন্দাদের জন্য খিচুড়ির আয়োজন করে উদ্যোক্তারা।
সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
৬ মিনিট আগেবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে।’
২৩ মিনিট আগেআলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
৩২ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
৩৬ মিনিট আগে