Ajker Patrika

সুপ্রিম কোর্টের বার্ষিক ভোজ স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্টের বার্ষিক ভোজ স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন

আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বার্ষিক ভোজ স্থগিতের দাবি জানিয়েছেন কয়েকজন আইনজীবী। আজ বুধবার সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়। ঐক্যবদ্ধ আইনজীবী সমাজের ব্যানারে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার জনস্বাস্থ্য রক্ষায় বিধিনিষেধ উল্লেখ করে তিনটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিধিনিষেধের অন্যতম শর্ত ছিল উন্মুক্ত স্থান ও ভবন অভ্যন্তরে ১০০র বেশি লোক নিয়ে অনুষ্ঠান করা যাবে না। আর এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাঁদের অবশ্যই কোভিড টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

আশরাফুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ভার্চুয়ালি পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন সময় সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারেনি এমনকি জেল-জরিমানাসহ লাঞ্ছনার শিকার হয়েছে।

তিনি বলেন, জনস্বাস্থ্য বিধি লঙ্ঘন করে সুপ্রিম কোর্ট বার বৃহস্পতিবার ১০ হাজার আইনজীবী সদস্যদের জন্য বার্ষিক ভোজের আয়োজন করেছে। বিচারপতিবৃন্দ ও ১০ হাজারের অধিক আইনজীবীকে করোনা ঝুঁকির মধ্যে ফেলে দিতেই এই আয়োজন বলে উল্লেখ করেন আশরাফুল ইমলাম। 

এসময় উপস্থিত ছিলেন আইনজীবী শাহ আহমেদ বাদল, কে এম জাবির, আশরাফুজ্জামান, মুজাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও ইউনুছ আলী আকন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত