Ajker Patrika

সেই বহর খাঁর অসহায় পরিবারের পাশে ছাত্রদল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৯: ৫৪
সেই বহর খাঁর অসহায় পরিবারের পাশে ছাত্রদল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া বহর খাঁ পাইলট নামের সেই বিএনপি কর্মীর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পাইলটের পরিবারসহ কয়েক শ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে সংগঠনটি। আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গত ২৯ এপ্রিল ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান পাইলট। তাঁর বাড়ি পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার কাওনা এলাকায় হলেও স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া পৌর এলাকায় বসবাস করছিলেন। তাঁর মৃত্যুতে অসহায় হয়ে পড়ে পরিবারটি। ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল-আশরাফ মামুনের তত্ত্বাবধানে অসহায় পরিবারটিকে উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় নেতারা। 

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল জানান, পাইলটের পরিবারসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক অসচ্ছল ও নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, আটা, সেমাই, চিনি, পেঁয়াজ, আলু, সাবান, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া বিতরণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত