Ajker Patrika

আশুলিয়ায় আরও ৪১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ও  সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০৯
আশুলিয়ায় আরও ৪১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আরও ৪১টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । শ্রমিক অসন্তোষের মুখে আজ বৃহস্পতিবার সকালে এসব কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো । 

অন্যদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকালে নির্দিষ্ট সময়ে এসব কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও নানা দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। এ অবস্থায় কারখানাগুলো আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।

পুলিশ জানায়, আজ সকাল থেকে চালু থাকা কারখানাগুলোর শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হতে থাকেন। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে গিয়ে উপস্থিতি নিশ্চিত করার পর অনেক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে বসে থাকেন। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে উঠলে কর্তৃপক্ষ কারখানাগুলো আজকের জন্য ছুটি ঘোষণা করে দেয়। এভাবে সকাল থেকে দুপুরের মধ্যে আশুলিয়ার শিল্পাঞ্চলের ১৩৩টি পোশাক কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। 

শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন পুলিশ ও শিল্প পুলিশ অবস্থান নিয়ে রয়েছে। পাশাপাশি এসব বাহিনীর সদস্যরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক ও নবীনগর চন্দ্রা সড়কে টহল অব্যাহত রেখেছে। 

শিল্প পুলিশ-১–এর এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘গতকাল বুধবার থেকে আমরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান ও কাজ করতে মাইকিং করে যাচ্ছি। এই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়, সে বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা বলছি।’ 

দাবিদাওয়া নিয়ে যেসব বিরোধ রয়েছে, তা কীভাবে নিষ্পত্তি করা যায়, তা নিয়েও কথা হচ্ছে। কলকারখানা অধিদপ্তরের যাঁরা মাঠপর্যায়ে কাজ করেন, তাঁদের সঙ্গেও আলাপ–আলোচনা চলছে।

তিনি বলেন, আজ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ আছে ৮৬টি কারখানা। ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেগুলো খোলা আছে তার মধ্যে কিছু কারখানায় দাবিদাওয়া নিয়ে আলাপ–আলোচনা চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত