Ajker Patrika

আশুলিয়ায় কার্টনবন্দী অজ্ঞাত নারীর খণ্ডিত পা–দেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় কার্টনবন্দী অজ্ঞাত নারীর খণ্ডিত পা–দেহ উদ্ধার

আশুলিয়ার বিশমাইলে পড়ে থাকা দুটি কার্টন থেকে অজ্ঞাত নারীর তিন টুকরো খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এর একটি কার্টনে দুই পা, আরেকটিতে দেহ থাকলেও সেখানে মাথা নেই। ঘটনাস্থলে কাজ করছে র‍্যাব ও পুলিশের একাধিক দল। 

আজ বৃহস্পতিবার রাতে বিশমাইল-জিরাব সড়কের কাঠগড়া চৌরাস্তা থেকে কার্টনবন্দী এ লাশের টুকরা উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেলের দিকে স্থানীয়রা কার্টন দুটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে জানায়। 

স্থানীয়রা জানান, কাঠগড়া চৌরাস্তা এলাকার জমির উদ্দিন নামে এক ব্যবসায়ীর কাপড়ের দোকানের সামনে থাকা কাঠের চৌকির ওপরে একটি ও নিচে আরেকটি কার্টন রাখা ছিল। 

তারা জানান, কাঠগড়া চৌরাস্তা আশুলিয়ার অন্যতম ব্যস্ততম একটি সড়ক। প্রায় সারা দিনই এখানে যানজট লেগেই থাকে। এমন ব্যস্ত সড়কের পাশে এভাবে লাশ রেখে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। 

আশুলিয়া–৩দোকানি জমির উদ্দিন বলেন, দোকান আজ সারা দিন বন্ধই ছিল। বিকেলে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টন। ভাবলাম কেউ মনে হয় ভুলে রেখে গেছে। অনেকক্ষণ হয়ে গেলে পরে আশপাশের লোকজনকে জানাই। তারা এসে একটা কার্টন খুলতে গেলে পা দেখা যায়। পরে আমরা দ্রুত পুলিশকে খবর দেই।’ 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে এখানে উপস্থিত হই। লাশ উদ্ধারের কাজ চলছে। খণ্ডিত লাশ পাওয়া গেছে তবে মাথা নেই। র‍্যাব আঙুলের ছাপ সংগ্রহ করেছে। পিবিআই, সিআইডিও ক্রাইম সিন ভিজিট করবে, তারাও আঙুলের ছাপ নিবে। কে বা কারা কখন এগুলো রেখে গেছে আমরা তদন্ত করে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত