Ajker Patrika

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলায় ইদি আমিন ও মেহেদী ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলায় ইদি আমিন ও মেহেদী ফের রিমান্ডে

ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাই এর ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় দুই আসামিকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

ইদি আমিনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এবং মেহেদী হাসান ওরফে অমিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে ইদি আমিনকে ১১ দিন ও মেহেদী হাসানকে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালত ইদি আমিনকে ছয় দিন ও মেহেদী হাসানকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

এই আসামি দুইজন মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির হন গত ২০ নভেম্বর। এদের সঙ্গে ছিনতাই হওয়া দুজনকেও হাজির করা হয়। ওই দিন দুপুর সাড়ে বারোটার সময় আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাই করে তাদের সহযোগীরা।

ওই দিন সন্ধ্যার পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই দুইজন ঘটনাস্থল ত্যাগ করেন। তবে মামলায় তাদেরকেও আসামি করা হয়। এরপর গত ২৪ নভেম্বর মেহেদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। ওই দিন তাকে সাত দিনে রিমান্ডে নেওয়া হয়।অন্যদিকে গত ২৭ নভেম্বর ইতি আমিন আদালতে আত্মসমর্পণ করলে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

এ মামলায় গ্রেপ্তার দেখানো শাহিন আলম, শাহ আলম ওরফে সালাউদ্দিন বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খাইরুল ইসলাম জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে যায়েদ, আব্দুস সবুর ও রশিদ উন নবী ভূঁইয়া ওরফে টিপু ওরফে রাসেল কে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, মেহেদী হাসান ও ইদি আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তারা রিমান্ডে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক তথ্য দেন। তাদের আরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাই হওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। একই সঙ্গে জঙ্গির ছিনতাইকারীর সঙ্গে যারা জড়িত তাদেরও খুঁজে বের করা সহজ হবে। 

গত ২০ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত