Ajker Patrika

টিকটক-ইমোতে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক ও ৮ লাখ টাকা আদায়, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২১: ১১
গ্রেপ্তার মো. শোয়াইব (৪১)। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মো. শোয়াইব (৪১)। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর মালিবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

জসীম উদ্দিন বলেন, শর্ট ভিডিও শেয়ারিং সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরে ইমো অ্যাপে তাঁদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করে সংরক্ষণ করেন। পরে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

তিনি আরও বলেন, একই সঙ্গে ভিকটিমকে ব্ল্যাকমেল করে আট লাখ টাকা আদায় করেন। এরপর আরও অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত শোয়াইব ইমো অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। ঘটনার পর ভিকটিম গত ২৬ জুন রামপুরা থানায় একটি মামলা করেন। এরপর গতকাল মালিবাগে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত