Ajker Patrika

অনলাইনে এডিসের উৎসের তথ্য দেওয়ার আহ্বান মেয়র তাপসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনলাইনে এডিসের উৎসের তথ্য দেওয়ার আহ্বান মেয়র তাপসের

শুধুমাত্র নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বারে নয়, নগরবাসীকে অনলাইনেও এডিসের উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আবারও আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি নগরবাসীকে অনলাইনে এডিসের তথ্য দেওয়ার এই আরবান জানান।

মেয়র বলেন, যে কোন ব্যক্তি যে কোন এলাকা থেকে অনলাইনে, ডিএসসিসির ওয়েবসাইটে (নির্ধারিত ফরমের লিংক সংযুক্ত করা হলো) এডিসের উৎসের তথ্য দিতে পারবেন। কোথায় এডিসের লার্ভা রয়েছে, কোথায় উৎস রয়েছে, কোথায় রোগী রয়েছে এ বিষয়গুলো পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তাপস আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর যে সকল তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে মশক কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। আমরা এডিসের লার্ভার উৎস নিধন করছি এবং চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক সেটা তদারকি করা হচ্ছে।

দক্ষিণ সিটি করপোরেশনের যে কোন বাসিন্দা এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যেকোনো বাসা-বাড়িতে সম্পূর্ণ বিনা মূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়াও উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা এই ওয়েবসাইটে  গিয়ে এডিসের ব্যাপারে তথ্য দিতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত