Ajker Patrika

গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেনও চলবে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেনও চলবে: রেলমন্ত্রী

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। ফলে বন্ধ রয়েছে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল। লকডাউন শেষে আগামী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে গণপরিবহন চালু হলে সেদিন থেকেই যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

আজ শনিবার আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, রেল একটি সরকারি সংস্থা। সরকার নির্দেশ দিলেই রেল চলাচলের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষ সকল ধরনের প্রস্তুতি আছে বলেও জানান তিনি।

ট্রেনে যাত্রীদের কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ট্রেন চালু হলে আমরা শুধুমাত্র আন্তঃনগর ট্রেনগুলোই চালাবো। কোন লোকাল ট্রেন আপাতত চলবে না। প্রতিটি ট্রেনে মোট আসনের অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। মাস্ক ছাড়া কোন যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না।

তবে লকডাউন শেষে ট্রেন চালু হলে ৫০ ভাগ টিকিট অনলাইনে না কাউন্টারে বিক্রি করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রেল কর্তৃপক্ষ।

এদিকে,যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও কৃষকের পণ্য পরিবহনে দেশের চার রুটে ১৪ এপ্রিল থেকে প্রতিদিন চলাচল করছে ৮টি বিশেষ পার্সেল ট্রেন। তাছাড়া মালবাহী ও তেলবাহী ওয়াগন চলাচল অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত