Ajker Patrika

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের  

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৫: ১৩
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের  

রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের পায়ের আঙুল কাটা পড়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ জানান। 

অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ (৬০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ২০২৩ সালে অবসরে যান। তিনি সপরিবারে রাজধানীর খিলগাঁওয়ে থাকেন।

তাঁর ঘনিষ্ঠজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক (মেডিসিন) ডা. মো. হারুন অর রশিদ জানান, বিভিন্ন সময় দুর্ঘটনায় নিহত কয়লা খনির শ্রমিকদের জন্য দিনাজপুরের ফুলবাড়ীতে এক শোকসভা থেকে ট্রেনে করে ফিরছিলেন আনু মুহাম্মদ। নামার সময় দুর্ঘটনা ঘটে।

আহত অধ্যাপক আনু মুহাম্মদ জানান, ট্রেনটি খিলগাঁও রেলগেট এলাকায় গতি কমলে ট্রেন থেকে নামছিলেন তিনি। তখন তাঁর বাম পা ফসকে চাকার নিচে চলে যায়।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, বাঁ পায়ের আঙুল কাটা পড়েছে। আপাতত ব্যান্ডেজ করা হয়েছে। আঙুলগুলো রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, ‘কীভাবে দুর্ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে হাসপাতালে অবস্থান করছি। তবে যতটুক জানা গেছে, খিলগাঁও রেলগেট এলাকায় একটি ট্রেনের চাকায় পায়ের বৃদ্ধাঙ্গুলসহ কিছু অংশ পড়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত