ঢাবি প্রতিনিধি
রাজধানীর হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল রিয়াজের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের সাধারণ সম্পাদক সাফিন উজ জামানকে মারধর ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। তবে এসআই সিরাজুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। আপনি হয়তো ভুল শুনেছেন।’
গতকাল বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানার পাশে অবস্থিত ঢাবির লেদার ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন ভুক্তভোগী শিক্ষার্থী সাফিন।
সাফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের সিটিটিসির (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) সঙ্গে আমাদের যৌথ একটি নাটকের কাজ ছিল। কাজ শেষে শিল্পী সম্মানী দেওয়া হয়। নাটকে অংশগ্রহণ করা এক জুনিয়র অসুস্থ থাকায় সম্মানী নিতে পারেননি। সংসদের সাধারণ সম্পাদক হিসেবে সেই সম্মানী দিতে আমি হাজারীবাগ এলাকায় যাই। সেখানে আরেক বড়ভাইর আমার সঙ্গে যাওয়ার কথা ছিল।
‘লেদার ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে কনস্টেবল রিয়াজ জিজ্ঞেস করে তুই এখানে কী করছিস?-এ কথা বলে মাদক নিয়ে পকেটে হাত দেওয়ার চেষ্টা করে। আমার পকেটে টাকা থাকায় হাত দিতে দেইনি। পরে এসআই সিরাজুল ইসলামও এগিয়ে আসে। জেরা করতে থাকে এবং মারধর করে। আমার বড়ভাই যিনি আসার কথা তিনিও সেখানে উপস্থিত হন।’
সাফিন আরও বলেন, ‘অনেকক্ষণ আটকে রাখার পর ছেড়ে দেয় এবং এই ঘটনা কাউকে না বলার জন্য বলে। বললে সমস্যা হবে বলেও জানায়। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’
সাফিন বলেন, ‘বিষয়টি হাজারীবাগ থানার ওসিকে অবহিত করেছি। তিনি নিজ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো বিষয় সম্পর্কে অবগত নই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। আপনি হয়তো ভুল শুনেছেন।’ কনস্টেবল রিয়াজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল রিয়াজ হাজারীবাগ থানায় কর্মরত রয়েছেন বলে স্বীকার করেন নুর মোহাম্মদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। বলা হয়েছে লিখিত অভিযোগ দিতে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা ফরমালিটি। তবে তারা যদি মিউচুয়াল করে ফেলে, তাহলে তো আমাদের আর কিছু করার থাকল না।’
রাজধানীর হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল রিয়াজের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের সাধারণ সম্পাদক সাফিন উজ জামানকে মারধর ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। তবে এসআই সিরাজুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। আপনি হয়তো ভুল শুনেছেন।’
গতকাল বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানার পাশে অবস্থিত ঢাবির লেদার ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন ভুক্তভোগী শিক্ষার্থী সাফিন।
সাফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের সিটিটিসির (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) সঙ্গে আমাদের যৌথ একটি নাটকের কাজ ছিল। কাজ শেষে শিল্পী সম্মানী দেওয়া হয়। নাটকে অংশগ্রহণ করা এক জুনিয়র অসুস্থ থাকায় সম্মানী নিতে পারেননি। সংসদের সাধারণ সম্পাদক হিসেবে সেই সম্মানী দিতে আমি হাজারীবাগ এলাকায় যাই। সেখানে আরেক বড়ভাইর আমার সঙ্গে যাওয়ার কথা ছিল।
‘লেদার ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে কনস্টেবল রিয়াজ জিজ্ঞেস করে তুই এখানে কী করছিস?-এ কথা বলে মাদক নিয়ে পকেটে হাত দেওয়ার চেষ্টা করে। আমার পকেটে টাকা থাকায় হাত দিতে দেইনি। পরে এসআই সিরাজুল ইসলামও এগিয়ে আসে। জেরা করতে থাকে এবং মারধর করে। আমার বড়ভাই যিনি আসার কথা তিনিও সেখানে উপস্থিত হন।’
সাফিন আরও বলেন, ‘অনেকক্ষণ আটকে রাখার পর ছেড়ে দেয় এবং এই ঘটনা কাউকে না বলার জন্য বলে। বললে সমস্যা হবে বলেও জানায়। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’
সাফিন বলেন, ‘বিষয়টি হাজারীবাগ থানার ওসিকে অবহিত করেছি। তিনি নিজ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো বিষয় সম্পর্কে অবগত নই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। আপনি হয়তো ভুল শুনেছেন।’ কনস্টেবল রিয়াজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল রিয়াজ হাজারীবাগ থানায় কর্মরত রয়েছেন বলে স্বীকার করেন নুর মোহাম্মদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। বলা হয়েছে লিখিত অভিযোগ দিতে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা ফরমালিটি। তবে তারা যদি মিউচুয়াল করে ফেলে, তাহলে তো আমাদের আর কিছু করার থাকল না।’
রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
১ ঘণ্টা আগেবাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপদেষ্টাদের নিয়ে যে বক্তব্য এসেছে তা এই অ্যাসোসিয়েশনের বক্তব্য নয় বলে জানিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি।
২ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব রাজনৈতিক দলের হল কমিটি বাতিল ও আবাসিক হলের অভ্যন্তরে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ হল থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন।
২ ঘণ্টা আগেনীলফামারীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের উত্তরা ইপিজেডের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে