Ajker Patrika

পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা মঈন খানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৩৮
পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা মঈন খানের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ সোমবার বিকেল পৌনে ৩টার দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের কার্যালয়ে যান মঈন খান। পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেল ৪টা ৫ মিনিটের দিকে সেখান থেকে বের হয়ে আসেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ঢাকা দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ হয়ে আমরা আনন্দিত।

এ বিষয়ে মঈন খান গণমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত