নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চালু হওয়া ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে গত পাঁচ দিনে ১৭৪ রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে আইসিইউতে রয়েছেন ৯৮ জন।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, মাত্র পাঁচ দিন হলো আমাদের হাসপাতাল চালু হয়েছে। এ পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ১৭৪ জন। তাঁদের অবস্থা ঝুঁকিপূর্ণ। সবাইকে আইসিইউ সমমানের শয্যায় রাখা হয়েছে।
নাসির উদ্দিন বলেন, আমাদের এখানে প্রস্তুত ১০০টি আইসিইউ শয্যার মধ্যে ৯৮টিতেই রোগী চিকিৎসাধীন। এছাড়া ২০০ শয্যার আইসিইউ প্রস্তুত রয়েছে। তবে এসব শয্যা চালু করার জন্য অনেক জনবল প্রয়োজন, সে জনবল আমাদের হাতে নেই। জনবল নিয়োগের পরে হয়তো বাকিগুলো চালু করতে হবে। এজন্য কিছুদিন সময় লাগবে।
এ মাসেই সম্পূর্ণ এক হাজার শয্যা চালু করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক হাজার মানুষের সেবা দেওয়ার জন্য কী ধরনের জনবল প্রয়োজন তার ধারণা আপনাদের আছে। লোকবল পেলেই হাসপাতালটি পুরোদমে চালু হবে।
নাসির উদ্দিন বলেন, হাসপাতালটি চালু হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছেন। তবে আমরা বাইরের জেলা থেকে আসা রোগীদেরই অগ্রাধিকার দিচ্ছি। যারা ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ট্রান্সফার হয়ে আসছেন তাঁদের নিরুৎসাহিত করছি।
গত ১৮ এপ্রিল উদ্বোধন করা হয় দেশের সর্ববৃহৎ কোভিড হাসপাতাল। রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাইকারি কাঁচাবাজারের ছয় তলা ভবনে স্থাপন করা হয়েছে এ কোভিড হাসপাতাল। এক হাজার শয্যার এ হাসপাতালের নাম দেওয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’।
হাসপাতালটিতে আইসিইউ বেড রয়েছে ১১২টি এবং এইচডিইউ বেড ২৫০টি। এছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই মোট ৫০০টি বেড কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার সাথে যুক্ত। আর জরুরি ওয়ার্ডে রাখা হয়েছে ৫০টি বেড। এই ৫৫০টি বেডের বাইরে আরও ৪৫০টি বেড থাকবে, সেখানে মারাত্মক আক্রান্ত নন—এমন রোগীদের সেবা দেওয়া হবে।
ঢাকা: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চালু হওয়া ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে গত পাঁচ দিনে ১৭৪ রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে আইসিইউতে রয়েছেন ৯৮ জন।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, মাত্র পাঁচ দিন হলো আমাদের হাসপাতাল চালু হয়েছে। এ পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ১৭৪ জন। তাঁদের অবস্থা ঝুঁকিপূর্ণ। সবাইকে আইসিইউ সমমানের শয্যায় রাখা হয়েছে।
নাসির উদ্দিন বলেন, আমাদের এখানে প্রস্তুত ১০০টি আইসিইউ শয্যার মধ্যে ৯৮টিতেই রোগী চিকিৎসাধীন। এছাড়া ২০০ শয্যার আইসিইউ প্রস্তুত রয়েছে। তবে এসব শয্যা চালু করার জন্য অনেক জনবল প্রয়োজন, সে জনবল আমাদের হাতে নেই। জনবল নিয়োগের পরে হয়তো বাকিগুলো চালু করতে হবে। এজন্য কিছুদিন সময় লাগবে।
এ মাসেই সম্পূর্ণ এক হাজার শয্যা চালু করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক হাজার মানুষের সেবা দেওয়ার জন্য কী ধরনের জনবল প্রয়োজন তার ধারণা আপনাদের আছে। লোকবল পেলেই হাসপাতালটি পুরোদমে চালু হবে।
নাসির উদ্দিন বলেন, হাসপাতালটি চালু হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ ঢাকার বাইরে থেকে অনেক রোগী আসছেন। তবে আমরা বাইরের জেলা থেকে আসা রোগীদেরই অগ্রাধিকার দিচ্ছি। যারা ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ট্রান্সফার হয়ে আসছেন তাঁদের নিরুৎসাহিত করছি।
গত ১৮ এপ্রিল উদ্বোধন করা হয় দেশের সর্ববৃহৎ কোভিড হাসপাতাল। রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাইকারি কাঁচাবাজারের ছয় তলা ভবনে স্থাপন করা হয়েছে এ কোভিড হাসপাতাল। এক হাজার শয্যার এ হাসপাতালের নাম দেওয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’।
হাসপাতালটিতে আইসিইউ বেড রয়েছে ১১২টি এবং এইচডিইউ বেড ২৫০টি। এছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই মোট ৫০০টি বেড কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার সাথে যুক্ত। আর জরুরি ওয়ার্ডে রাখা হয়েছে ৫০টি বেড। এই ৫৫০টি বেডের বাইরে আরও ৪৫০টি বেড থাকবে, সেখানে মারাত্মক আক্রান্ত নন—এমন রোগীদের সেবা দেওয়া হবে।
মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। এই মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এ ছাড়া বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ মামলার রায় ঘোষণা করেন।
৩ মিনিট আগেসকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
৪২ মিনিট আগেঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজি চালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হয়। তাখন বিচার মেনে একহাজার টাকা জমা দেন মোটরসাইকেল চালক। দু’দিন পর বাকি টাকা পরিশোধ করবেন বলে কথা দেন। সালিশ দরবার শেষ করে সন্ধ্যায় আমরা চলে...
১ ঘণ্টা আগেবিভিন্ন সময় তারা নিজেদের মতো বিভিন্ন কীটনাশক ব্যবহার করেন, কারণ কৃষি অফিস থেকে কোন পরামর্শ বা সহায়তা পান না। অনেক ফসল নষ্ট হওয়ার পরও কৃষি কর্মকর্তারা চোখে পড়ে না। চাষিরা দাবি করেছেন, কৃষি অফিস শুধুমাত্র কয়েকজন চাষীর জন্য নয়, সবার জন্য কাজ করুক।
১ ঘণ্টা আগে