Ajker Patrika

পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে কিন্তু কৃষকের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না: মেনন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে কিন্তু কৃষকের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, পদ্মা সেতু হয়েছে, মেট্রারেল হয়েছে কিন্তু কৃষকের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী ঈদগাহ ময়দানে জাতীয় কৃষক সমিতি মধুখালী শাখার আয়োজনে কৃষক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেনন বলেন, কৃষকের ধান জমি থেকে আনার আগেই দাম কমে গেল। এক দিকে ডিজেল, সার, বিদ্যুতের দাম বেড়ে গেল, অন্যদিকে ফসলের দাম কমে যায়। এক সময় দেশের উৎপাদিত পাট কৃষকের কাছ থেকে কেনা হতো। সরকারি পাটকলগুলো বন্ধ করে দেওয়ায় তা থেকেও কৃষক বঞ্চিত হচ্ছে। রাজশাহী, নাটোরসহ উত্তরবঙ্গে আখের চাষ হতো, সরকার ৬টি চিনিকল বন্ধ করে দেয়। তাই সেই এলাকার আখচাষিরা সমস্যায় ভুগছেন। ভূমি ব্যবস্থাপনা ডিজিটালের পথে চললেও কর্মকর্তারা আগের মতই এনালগ রয়েছে। জমির খাজনা আদায়ে অনেক সময় অতিরিক্ত টাকা নেওয়া হয়ে থাকে, তা থেকে বেড়িয়ে আসতে হবে।

জাতীয় কৃষক সমিতি মধুখালী শাখার সভাপতি সিরাজুল ইসলাম কৃষক গণসমাবেশে সভাপতিত্ব করেন।  বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রিয় সদস্য আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রিয় কমিটির সহসভাপতি জ্যোতি শংকর ঝন্টু, ওয়ার্কার্স পার্টি মধুখালী উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়া, পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. জাকির হোসেন, বালিয়াকান্দি উপজেলা কৃষক সমিতির সভাপতি সলেমান আলী দলু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত