Ajker Patrika

রাজধানীতে সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি, নারী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৩: ৪০
তানজিলা মাহমুদা খানম (৩১)। ছবি: সংগৃহীত
তানজিলা মাহমুদা খানম (৩১)। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি হোটেলে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তানজিলা মাহমুদা খানম (৩১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পিছন থেকে গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই নারী হলেন, রাজধানীর তুরাগের দলিপাড়া মুক্তিযোদ্ধা রোডের মোহাম্মদ হোসেন খানের মেয়ে তানজিলা।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জমজম টাওয়ারের পেছন থেকে তানজিলা মাহমুদা খানমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে উত্তরার বেইজিং সমন্বয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলার ১২ নম্বর আসামি তানজিলা।

এসআই আবু সাঈদ বলেন, ওই মামলার সব আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একমাত্র বাকি ছিলেন তানজিলা, তাঁকেও অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেল থেকে গত বছরের ২৫ অক্টোবর ভোরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সিনথিয়া কবির (২৫), সিনথিয়ার স্বামী খান মোহাম্মদ ওয়ালীদ (২৭), সিনথিয়ার ভাই রাইয়ান কবির অয়ন (২১), কাজী যুবায়ের (২২), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০), মো. নিহাদ (২৪) নামের নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজি করে হাতিয়ে নেওয়া ৪০ হাজার টাকাও জব্দ করা হয়। পরে গত ২৮ অক্টোবর বিকেলে আব্দুল মান্নান শিহাব নামে এক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত