ঢামেক প্রতিবেদক
রাজধানীর পৃথক দুটি স্থানে দুই নিরাপত্তারক্ষী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁদের একজন হলেন মোহাম্মদপুর বছিলার সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিক (৬০) এবং কাকরাইল ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষী মজিবর রহমান (৫৩)। দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ এরই মধ্যে একজনকে আটক করেছে।
সোমবার দিবাগত রাত ৮টার দিকে সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিককে ছুরিকাঘাত করা হয়। তাঁর ছেলে মো. রিজওয়ান জানান, তাঁরা মোহাম্মদপুর সূচনা মডেল সিটিতে থাকেন। পাশেই একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন তাঁর বাবা। রাতে এক ব্যক্তি এসে তাঁর বাবার কাছে তাঁর মোবাইল ফোনটি চায়। অচেনা ওই ব্যক্তিকে ফোন না দেওয়ায় ওই ব্যক্তি পেটে ছুরিকাঘাত করে ফোন ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
এদিকে, আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে এটিএম বুথের নিরাপত্তারক্ষী মজিবরকে ছুরিকাঘাত ও হাতুড়ি পেটা করার ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মজিবরের সহকর্মী সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান বলেন, ‘রাত্রিকালীন ডিউটি ছিল মজিবরের। সে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তারক্ষী। আনুমানিক ভোর সোয়া ৪টার দিকে এক যুবক এটিএম বুথে ঢুকে মজিবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে পেটে ছুরিকাঘাত করে। মজিবরের চিৎকারে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আশপাশের এটিএম বুথে ডিউটিতে থাকা অন্য নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলে। তাকে পল্টন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
মজিবরকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ওই যুবকের নাম হাসিবুল হাসান (২৪)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, সিদ্দিকের পেটে একটি ছুরিকাঘাত রয়েছে। তাঁকে জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। তিনি আরও জানান, আহত মজিবরের মাথায় আঘাত, ও পেটে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘ভোরে কাকরাইলে এটিএম বুথে টাকা চুরি করতে এসে নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেছে। পরে অন্যান্য নিরাপত্তারক্ষীর মাধ্যমে এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের নাম হাসিবুল হাসান। তাঁর কাছে থাকা হাতুড়ি ও ছুরি জব্দ করা হয়েছে।’
রাজধানীর পৃথক দুটি স্থানে দুই নিরাপত্তারক্ষী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁদের একজন হলেন মোহাম্মদপুর বছিলার সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিক (৬০) এবং কাকরাইল ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষী মজিবর রহমান (৫৩)। দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ এরই মধ্যে একজনকে আটক করেছে।
সোমবার দিবাগত রাত ৮টার দিকে সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিককে ছুরিকাঘাত করা হয়। তাঁর ছেলে মো. রিজওয়ান জানান, তাঁরা মোহাম্মদপুর সূচনা মডেল সিটিতে থাকেন। পাশেই একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন তাঁর বাবা। রাতে এক ব্যক্তি এসে তাঁর বাবার কাছে তাঁর মোবাইল ফোনটি চায়। অচেনা ওই ব্যক্তিকে ফোন না দেওয়ায় ওই ব্যক্তি পেটে ছুরিকাঘাত করে ফোন ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
এদিকে, আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে এটিএম বুথের নিরাপত্তারক্ষী মজিবরকে ছুরিকাঘাত ও হাতুড়ি পেটা করার ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মজিবরের সহকর্মী সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান বলেন, ‘রাত্রিকালীন ডিউটি ছিল মজিবরের। সে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তারক্ষী। আনুমানিক ভোর সোয়া ৪টার দিকে এক যুবক এটিএম বুথে ঢুকে মজিবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে পেটে ছুরিকাঘাত করে। মজিবরের চিৎকারে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আশপাশের এটিএম বুথে ডিউটিতে থাকা অন্য নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলে। তাকে পল্টন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
মজিবরকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ওই যুবকের নাম হাসিবুল হাসান (২৪)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, সিদ্দিকের পেটে একটি ছুরিকাঘাত রয়েছে। তাঁকে জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। তিনি আরও জানান, আহত মজিবরের মাথায় আঘাত, ও পেটে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘ভোরে কাকরাইলে এটিএম বুথে টাকা চুরি করতে এসে নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেছে। পরে অন্যান্য নিরাপত্তারক্ষীর মাধ্যমে এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের নাম হাসিবুল হাসান। তাঁর কাছে থাকা হাতুড়ি ও ছুরি জব্দ করা হয়েছে।’
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ মিনিট আগে