Ajker Patrika

রাজধানীতে ২ নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ জুন ২০২২, ১৮: ২৮
রাজধানীতে ২ নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত

রাজধানীর পৃথক দুটি স্থানে দুই নিরাপত্তারক্ষী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁদের একজন হলেন মোহাম্মদপুর বছিলার সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিক (৬০) এবং কাকরাইল ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষী মজিবর রহমান (৫৩)। দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ এরই মধ্যে একজনকে আটক করেছে। 

সোমবার দিবাগত রাত ৮টার দিকে সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিককে ছুরিকাঘাত করা হয়। তাঁর ছেলে মো. রিজওয়ান জানান, তাঁরা মোহাম্মদপুর সূচনা মডেল সিটিতে থাকেন। পাশেই একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন তাঁর বাবা। রাতে এক ব্যক্তি এসে তাঁর বাবার কাছে তাঁর মোবাইল ফোনটি চায়। অচেনা ওই ব্যক্তিকে ফোন না দেওয়ায় ওই ব্যক্তি পেটে ছুরিকাঘাত করে ফোন ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। 

এদিকে, আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে এটিএম বুথের নিরাপত্তারক্ষী মজিবরকে ছুরিকাঘাত ও হাতুড়ি পেটা করার ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত মজিবরের সহকর্মী সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান বলেন, ‘রাত্রিকালীন ডিউটি ছিল মজিবরের। সে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তারক্ষী। আনুমানিক ভোর সোয়া ৪টার দিকে এক যুবক এটিএম বুথে ঢুকে মজিবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে পেটে ছুরিকাঘাত করে। মজিবরের চিৎকারে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আশপাশের এটিএম বুথে ডিউটিতে থাকা অন্য নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলে। তাকে পল্টন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’ 

মজিবরকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ওই যুবকের নাম হাসিবুল হাসান (২৪)। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, সিদ্দিকের পেটে একটি ছুরিকাঘাত রয়েছে। তাঁকে জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। তিনি আরও জানান, আহত মজিবরের মাথায় আঘাত, ও পেটে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘ভোরে কাকরাইলে এটিএম বুথে টাকা চুরি করতে এসে নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেছে। পরে অন্যান্য নিরাপত্তারক্ষীর মাধ্যমে এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের নাম হাসিবুল হাসান। তাঁর কাছে থাকা হাতুড়ি ও ছুরি জব্দ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত