Ajker Patrika

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা করতে হাইকোর্টের নির্দেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলির জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এমপিওভুক্ত ১৩০ জন শিক্ষকের করা রিট নিষ্পত্তি করে আজ সোমবার এই রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলির জন্য জনবলকাঠামো অনুযায়ী নীতিমালা প্রণয়ন করতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০২১ সালে জারি করেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে ৯০ দিনের মধ্যে নীতিমালা প্রণয়ন করতে নির্দেশনা দেওয়া হয়।

রিটকারীদের পক্ষে  ছিলেন  আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। অপর দিকে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

রায়ের পরে  আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, রিটকারীগণ দেশের বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক। তারা অনেকেই তাদের তাদের নিজ জেলা-উপজেলার বাইরে কর্মরত আছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলির জন্য কোনো নীতিমালা না থাকায়, তারা দীর্ঘদিন বদলি হতে না পেরে মানবেতর জীবন-যাপন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত