প্রতিনিধি
হরিরামপুর (মানিকগঞ্জ): হরিরামপুরের ঝিটকা বাজারে পাইকারি আড়তে ৪-৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। হতাশায় অনেক কৃষক মরিচ বিক্রি না করে ফেলেও দিয়েছেন। এর আগে গত মাসে ১৫-২০ টাকা দরে মরিচ বিক্রি হয়। এতে খরচের টাকা কোনো রকম উঠছিল। এখন তো সেটিও হচ্ছে না।
সরেজমিনে ঝিটকা বাজার ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে অনেক কৃষক ঠিকমতো মরিচ তুলতে না পারছেন না। যেটুকু তুলতে পারছেন তার দাম পাচ্ছেন না। অনেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন, কিন্তু এভাবে ফসলের দাম না পেলে চাষাবাদ বন্ধ করে দিতে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর হরিরামপুরে ১ হাজার ২৬৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। উপজেলার বাল্লা, গালা আর গোপীনাথপুর ইউনিয়নে মরিচের বেশি চাষ হয়েছে। তবে সবচেয়ে বেশি চাষাবাদ হয়েছে উপজেলার বাল্লা ইউনিয়নে।
উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা এলাকার মরিচচাষি শাহজাহান জানান, ১০ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। মাসখানেক আগে ১৫-২০ টাকা দরে মরিচ বিক্রি করলও এখন ৫ টাকা করে বিক্রি করতে হচ্ছে। প্রতি কেজি মরিচ তুলতেই খরচ হচ্ছে ৫ টাকা। প্রতিদিন ২০০-২৫০ কেজি মরিচ বিক্রি করতে পারেন তিনি। কিন্তু দাম না থাকায় খরচের টাকাই ঠিকমতো ওঠে না।
ঝিটকা বাজারের প্রদীপ সরকার নামের এক মরিচ বিক্রেতা জানান, ৪০ কেজি মরিচ ২ টাকা করে বিক্রি করেছেন। কিন্তু মরিচ তুলতে ৫ টাকা আর পরিবহন খরচ ২ টাকাসহ কেজিতে ৭ টাকা খরচ পড়েছে তাঁর। এতে অনেক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গাফফার মুঠোফোনে জানান, এ বছর হরিরামপুরে ১ হাজার ২৬৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। আমাদের উপজেলায় মরিচের উৎপাদন অনেকগুণ বেড়েছে। কিন্তু দাম পাচ্ছেন না কৃষকেরা। যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দিকে নজর দেওয়া হয়, তাহলে আমরা এ সমস্যা থেকে উতরাতে পারব বলেও জানান তিনি।
হরিরামপুর (মানিকগঞ্জ): হরিরামপুরের ঝিটকা বাজারে পাইকারি আড়তে ৪-৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। হতাশায় অনেক কৃষক মরিচ বিক্রি না করে ফেলেও দিয়েছেন। এর আগে গত মাসে ১৫-২০ টাকা দরে মরিচ বিক্রি হয়। এতে খরচের টাকা কোনো রকম উঠছিল। এখন তো সেটিও হচ্ছে না।
সরেজমিনে ঝিটকা বাজার ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে অনেক কৃষক ঠিকমতো মরিচ তুলতে না পারছেন না। যেটুকু তুলতে পারছেন তার দাম পাচ্ছেন না। অনেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন, কিন্তু এভাবে ফসলের দাম না পেলে চাষাবাদ বন্ধ করে দিতে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর হরিরামপুরে ১ হাজার ২৬৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। উপজেলার বাল্লা, গালা আর গোপীনাথপুর ইউনিয়নে মরিচের বেশি চাষ হয়েছে। তবে সবচেয়ে বেশি চাষাবাদ হয়েছে উপজেলার বাল্লা ইউনিয়নে।
উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা এলাকার মরিচচাষি শাহজাহান জানান, ১০ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। মাসখানেক আগে ১৫-২০ টাকা দরে মরিচ বিক্রি করলও এখন ৫ টাকা করে বিক্রি করতে হচ্ছে। প্রতি কেজি মরিচ তুলতেই খরচ হচ্ছে ৫ টাকা। প্রতিদিন ২০০-২৫০ কেজি মরিচ বিক্রি করতে পারেন তিনি। কিন্তু দাম না থাকায় খরচের টাকাই ঠিকমতো ওঠে না।
ঝিটকা বাজারের প্রদীপ সরকার নামের এক মরিচ বিক্রেতা জানান, ৪০ কেজি মরিচ ২ টাকা করে বিক্রি করেছেন। কিন্তু মরিচ তুলতে ৫ টাকা আর পরিবহন খরচ ২ টাকাসহ কেজিতে ৭ টাকা খরচ পড়েছে তাঁর। এতে অনেক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গাফফার মুঠোফোনে জানান, এ বছর হরিরামপুরে ১ হাজার ২৬৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। আমাদের উপজেলায় মরিচের উৎপাদন অনেকগুণ বেড়েছে। কিন্তু দাম পাচ্ছেন না কৃষকেরা। যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দিকে নজর দেওয়া হয়, তাহলে আমরা এ সমস্যা থেকে উতরাতে পারব বলেও জানান তিনি।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে জাহিদ হোসেন (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
৭ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সম্মাননা পেয়েছেন ফরিদপুরের জুলাই আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ আহমেদ। এ খবর জানাজানি হওয়ার পরে তাঁর সম্মাননা প্রত্যাহার চেয়ে তথ্য উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
২৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধরের দায়ে মো. রিপন মিয়া (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলার সোনামুড়া গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা
২৬ মিনিট আগেকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
৩৬ মিনিট আগে