Ajker Patrika

ঢাকা মেডিকেলের ওয়ার্ডে আগুন, আতঙ্কে বেরিয়ে পড়েন রোগীরা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৮ মে ২০২৩, ১৯: ৩৪
ঢাকা মেডিকেলের ওয়ার্ডে আগুন, আতঙ্কে বেরিয়ে পড়েন রোগীরা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই অবশ্য হাসপাতালের স্টাফরা আগুন নিভিয়ে ফেলেছেন। 

আজ সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, হাসপাতালের পুরাতন ভবনের ৩১০ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। 

হাসপাতালের ৩১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘বিকেল পৌনে পাঁচটার দিকে ওয়ার্ডের বারান্দায় আমাদের পোশাক পরিবর্তন করার রুমে আগুন লাগে। ওই রুমের ভেতরে আরও ছোট একটি রুমে অক্সিজেন সিলিন্ডারসহ অনেক মালামাল ছিল। সেখানে থেকেই আগুন লেগেছে। তবে হাসপাতালের লোকজন আগুন নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।’ 

নার্সদের পোশাক পরিবর্তনের কক্ষে আগুন লাগলে আতঙ্কে বেরিয়ে পড়েন তিনটি ওয়ার্ডের রোগীরা। ছবি: আজকের পত্রিকাওই নার্স আরও বলেন, ‘আগুনের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দুটি ওয়ার্ড। এ সময় ওয়ার্ডে ১৬ জন রোগী ছিলেন। রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে যান। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’ 

ওই কক্ষে একটি টেবিল, নার্সদের পোশাক-পরিচ্ছদ, অক্সিজেন সিলিন্ডার ও একটি টেবিল ফ্যান ছিল। ফ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। 

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্টাফরা। ছবি: আজকের পত্রিকাঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগে। হাসপাতালের যেখানে আগুন লাগে সেখানে ৩১০ নম্বর নারী ওয়ার্ড। পাশাপাশি দুটি ওয়ার্ডে নারী রোগী ছিলেন। তাঁরা সবাই আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। তবে কোনো ধরনের অঘটন হয়নি।’ 

বাচ্চু মিয়া বলেন, ‘আগুনের সূত্রপাত যেখানে, সেই কক্ষটি ছিল নার্সদের পোশাক পরিবর্তনের স্থান। সেখানে তাঁদের কাপড়, একটি ড্রেসিং টেবিল, একটি ছোট ফ্যান ছিল। সেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসেছিল। তবে আগেই হাসপাতালের আনসার ও কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত