ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই অবশ্য হাসপাতালের স্টাফরা আগুন নিভিয়ে ফেলেছেন।
আজ সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, হাসপাতালের পুরাতন ভবনের ৩১০ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি।
হাসপাতালের ৩১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘বিকেল পৌনে পাঁচটার দিকে ওয়ার্ডের বারান্দায় আমাদের পোশাক পরিবর্তন করার রুমে আগুন লাগে। ওই রুমের ভেতরে আরও ছোট একটি রুমে অক্সিজেন সিলিন্ডারসহ অনেক মালামাল ছিল। সেখানে থেকেই আগুন লেগেছে। তবে হাসপাতালের লোকজন আগুন নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।’
ওই নার্স আরও বলেন, ‘আগুনের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দুটি ওয়ার্ড। এ সময় ওয়ার্ডে ১৬ জন রোগী ছিলেন। রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে যান। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
ওই কক্ষে একটি টেবিল, নার্সদের পোশাক-পরিচ্ছদ, অক্সিজেন সিলিন্ডার ও একটি টেবিল ফ্যান ছিল। ফ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগে। হাসপাতালের যেখানে আগুন লাগে সেখানে ৩১০ নম্বর নারী ওয়ার্ড। পাশাপাশি দুটি ওয়ার্ডে নারী রোগী ছিলেন। তাঁরা সবাই আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। তবে কোনো ধরনের অঘটন হয়নি।’
বাচ্চু মিয়া বলেন, ‘আগুনের সূত্রপাত যেখানে, সেই কক্ষটি ছিল নার্সদের পোশাক পরিবর্তনের স্থান। সেখানে তাঁদের কাপড়, একটি ড্রেসিং টেবিল, একটি ছোট ফ্যান ছিল। সেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসেছিল। তবে আগেই হাসপাতালের আনসার ও কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই অবশ্য হাসপাতালের স্টাফরা আগুন নিভিয়ে ফেলেছেন।
আজ সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, হাসপাতালের পুরাতন ভবনের ৩১০ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি।
হাসপাতালের ৩১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘বিকেল পৌনে পাঁচটার দিকে ওয়ার্ডের বারান্দায় আমাদের পোশাক পরিবর্তন করার রুমে আগুন লাগে। ওই রুমের ভেতরে আরও ছোট একটি রুমে অক্সিজেন সিলিন্ডারসহ অনেক মালামাল ছিল। সেখানে থেকেই আগুন লেগেছে। তবে হাসপাতালের লোকজন আগুন নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।’
ওই নার্স আরও বলেন, ‘আগুনের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দুটি ওয়ার্ড। এ সময় ওয়ার্ডে ১৬ জন রোগী ছিলেন। রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে যান। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
ওই কক্ষে একটি টেবিল, নার্সদের পোশাক-পরিচ্ছদ, অক্সিজেন সিলিন্ডার ও একটি টেবিল ফ্যান ছিল। ফ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগে। হাসপাতালের যেখানে আগুন লাগে সেখানে ৩১০ নম্বর নারী ওয়ার্ড। পাশাপাশি দুটি ওয়ার্ডে নারী রোগী ছিলেন। তাঁরা সবাই আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। তবে কোনো ধরনের অঘটন হয়নি।’
বাচ্চু মিয়া বলেন, ‘আগুনের সূত্রপাত যেখানে, সেই কক্ষটি ছিল নার্সদের পোশাক পরিবর্তনের স্থান। সেখানে তাঁদের কাপড়, একটি ড্রেসিং টেবিল, একটি ছোট ফ্যান ছিল। সেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসেছিল। তবে আগেই হাসপাতালের আনসার ও কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৬ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৪০ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে