ফরিদপুর প্রতিনিধি
সংসারের হাল ধরতে দুই মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার নুর আলম খান (৩৬)। দালালের মাধ্যমে গিয়ে সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজের সন্ধান করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে রিয়াদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার নুরআলম মারা যান।
আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন নিহত নুর আলমের স্বজন মাহফুজ খান। এর আগে গতকাল বুধবার বিকেলে মারা যাওয়ার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।
নিহত নুর আলম উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ছাড়া বর্তমানে তাঁর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ধারদেনা করে দুই মাস আগে সৌদি আরবে যান নুর আলম। এরপর সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজ খুঁজতে থাকেন। গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
পরে তাঁকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে তাঁর দুটি পা কেটে ফেলেন চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে তাঁর নিকটাত্মীয় (ভাইরা-ভাই) উপজেলা যুবদলের সদস্য মাহফুজ খান দাবি করে জানান, দুটি পা কেটে ফেলা হয়েছে—এমন দৃশ্য দেখে স্ট্রোক করে তিনি মারা যান।
মাহফুজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘নুর আলম মঙ্গলবার মারা গেলেও গতকাল বুধবার বিকেলে সেখান থেকে আমাদের এলাকার একজন ফোন করে জানান। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুর খবর কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।’
সংসারের হাল ধরতে দুই মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার নুর আলম খান (৩৬)। দালালের মাধ্যমে গিয়ে সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজের সন্ধান করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে রিয়াদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার নুরআলম মারা যান।
আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন নিহত নুর আলমের স্বজন মাহফুজ খান। এর আগে গতকাল বুধবার বিকেলে মারা যাওয়ার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।
নিহত নুর আলম উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ছাড়া বর্তমানে তাঁর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ধারদেনা করে দুই মাস আগে সৌদি আরবে যান নুর আলম। এরপর সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজ খুঁজতে থাকেন। গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
পরে তাঁকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে তাঁর দুটি পা কেটে ফেলেন চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে তাঁর নিকটাত্মীয় (ভাইরা-ভাই) উপজেলা যুবদলের সদস্য মাহফুজ খান দাবি করে জানান, দুটি পা কেটে ফেলা হয়েছে—এমন দৃশ্য দেখে স্ট্রোক করে তিনি মারা যান।
মাহফুজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘নুর আলম মঙ্গলবার মারা গেলেও গতকাল বুধবার বিকেলে সেখান থেকে আমাদের এলাকার একজন ফোন করে জানান। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুর খবর কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।’
ঠাকুরগাঁও সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাঁদের ফেরত আনা হয়।
৩৯ মিনিট আগেযুক্তরাজ্য থেকে বাংলাদেশে অর্থ পাচারের দায়ে সিলেটে ব্রিটিশ নাগরিকসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন প্রামাণিক বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ উদ্দিন ওরফে রবিন চৌধুরী, তাঁর স্ত্রী...
৪২ মিনিট আগেসেতুর নিচ দিয়ে খাল বা নদী বয়ে যাওয়ার কথা। দুই প্রান্তে থাকবে সড়ক। কিন্তু সবাইকে আশ্চর্য করেছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের সেতুটি। পিচঢালাই সড়কের ওপরেই এটি নির্মাণ করা হয়েছে। দেখে উড়ালসেতু মনে হলেও এর ডানা কাটা।
১ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ প্রথম কার্যদিবসে গুলশান নগর ভবনে তাঁর কার্যালয়ে মহাখালীর কড়াইল বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের ও হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সভায় বসেছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদানের পর এ সভা করেন।
১ ঘণ্টা আগে