ফরিদপুর প্রতিনিধি
সংসারের হাল ধরতে দুই মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার নুর আলম খান (৩৬)। দালালের মাধ্যমে গিয়ে সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজের সন্ধান করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে রিয়াদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার নুরআলম মারা যান।
আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন নিহত নুর আলমের স্বজন মাহফুজ খান। এর আগে গতকাল বুধবার বিকেলে মারা যাওয়ার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।
নিহত নুর আলম উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ছাড়া বর্তমানে তাঁর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ধারদেনা করে দুই মাস আগে সৌদি আরবে যান নুর আলম। এরপর সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজ খুঁজতে থাকেন। গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
পরে তাঁকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে তাঁর দুটি পা কেটে ফেলেন চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে তাঁর নিকটাত্মীয় (ভাইরা-ভাই) উপজেলা যুবদলের সদস্য মাহফুজ খান দাবি করে জানান, দুটি পা কেটে ফেলা হয়েছে—এমন দৃশ্য দেখে স্ট্রোক করে তিনি মারা যান।
মাহফুজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘নুর আলম মঙ্গলবার মারা গেলেও গতকাল বুধবার বিকেলে সেখান থেকে আমাদের এলাকার একজন ফোন করে জানান। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুর খবর কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।’
সংসারের হাল ধরতে দুই মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার নুর আলম খান (৩৬)। দালালের মাধ্যমে গিয়ে সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজের সন্ধান করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে রিয়াদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার নুরআলম মারা যান।
আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন নিহত নুর আলমের স্বজন মাহফুজ খান। এর আগে গতকাল বুধবার বিকেলে মারা যাওয়ার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।
নিহত নুর আলম উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ছাড়া বর্তমানে তাঁর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ধারদেনা করে দুই মাস আগে সৌদি আরবে যান নুর আলম। এরপর সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজ খুঁজতে থাকেন। গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
পরে তাঁকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে তাঁর দুটি পা কেটে ফেলেন চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে তাঁর নিকটাত্মীয় (ভাইরা-ভাই) উপজেলা যুবদলের সদস্য মাহফুজ খান দাবি করে জানান, দুটি পা কেটে ফেলা হয়েছে—এমন দৃশ্য দেখে স্ট্রোক করে তিনি মারা যান।
মাহফুজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘নুর আলম মঙ্গলবার মারা গেলেও গতকাল বুধবার বিকেলে সেখান থেকে আমাদের এলাকার একজন ফোন করে জানান। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুর খবর কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।’
চার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৩ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৩ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে কালচারাল ফ্রন্ট লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকের
৫ ঘণ্টা আগে