মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল (টাঙ্গাইল)
ঘাটাইলে পাখিদের জন্য দুটি ‘পাখি পল্লি’ প্রতিষ্ঠা করেছে ‘উদ্দীপন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাখি পল্লি দুটি প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলার উত্তর জামুরিয়া ও ফতেরপাড়া গ্রামে। উদ্দীপনের কর্মকর্তারা বলছেন, এর ফলে এ এলাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
উত্তর জামুরিয়া গ্রামে ফরেস্টারের ভিটার দক্ষিণ পাশে একটি পল্লি স্থাপন করা হয়েছে। গাছ-পালা ও জঙ্গলে ভরা এই ভিটাটির আয়তন প্রায় চার বিঘা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে বড় বড় প্রায় পঞ্চাশটি গাছ আছে। প্রতিটি গাছের উঁচু ডালে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। বেশ কিছু ঘুঘু ও শালিক পাখিকে হাঁড়িগুলোতে বসতে দেখা গেছে। এ ছাড়া চেনা-অচেনা অনেকগুলো পাখিকে ভিটার আশে পাশে ওড়াউড়ি করতে দেখা যায়।
এই পাখি পল্লির পাশে রেখা বেগমের (৫৫) বাড়ি। রেখা বলেন, স্যারেরা হাঁড়ি বাইন্দা রাখছে। পাখিগুলোর দিকে আমাগো খেয়াল রাখতে বলেছে। কাজটা ভালো হয়েছে বলে রেখা জানান। এ গ্রামের আরেক বাসিন্দা আলামিন হোসেন (২৭) বলেন, এভাবে সবাই যদি পাখির যত্ন নিত তাহলে বেশ ভালো হতো।
ভিটার মালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান বলেন, যখন শুনলাম পাখি সংরক্ষণের জন্য ওনারা (উদ্দীপনের কর্মকর্তারা) আমাদের ভিটায় পাখি পল্লী প্রতিষ্ঠা করতে চান তখন একবাক্যে রাজি হয়ে যাই। এ ধরনের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। পাশের ভিটার মালিক একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, কর্মকর্তারা চাইলে আমার ভিটাতেও পাখি পল্লি প্রতিষ্ঠা করতে পারেন।
পাখি পল্লি সম্পর্কে জানতে চাইলে উদ্দীপনের ঘাটাইল শাখার ব্যবস্থাপক মো. রাজ্জাক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে পাখির থাকার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা গ্রামীণ বনগুলোতে পাখি পল্লি প্রতিষ্ঠা করে পাখির আবাসস্থল সম্প্রসারিত করার চেষ্টা করছি। সেই সঙ্গে গ্রামীণ জনসাধারণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।
পাখি পল্লির ধারণা সম্পর্কে জানতে চাইলে ঘাটাইলের পাখি প্রেমিক ও শৌখিন ফটোগ্রাফার খাদেমুল মামুন বলেন, শুধু পাখিদের থাকার জন্য হাঁড়ি বাঁধলে হবে না। গ্রামের মানুষকে পাখি সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কমিউনিটি ভিত্তিক সচেতনতা সৃষ্টি হলেই কেবল এ ধরনের উদ্যোগ টেকসই ও সফল হবে।
ঘাটাইলে পাখিদের জন্য দুটি ‘পাখি পল্লি’ প্রতিষ্ঠা করেছে ‘উদ্দীপন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাখি পল্লি দুটি প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলার উত্তর জামুরিয়া ও ফতেরপাড়া গ্রামে। উদ্দীপনের কর্মকর্তারা বলছেন, এর ফলে এ এলাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
উত্তর জামুরিয়া গ্রামে ফরেস্টারের ভিটার দক্ষিণ পাশে একটি পল্লি স্থাপন করা হয়েছে। গাছ-পালা ও জঙ্গলে ভরা এই ভিটাটির আয়তন প্রায় চার বিঘা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে বড় বড় প্রায় পঞ্চাশটি গাছ আছে। প্রতিটি গাছের উঁচু ডালে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। বেশ কিছু ঘুঘু ও শালিক পাখিকে হাঁড়িগুলোতে বসতে দেখা গেছে। এ ছাড়া চেনা-অচেনা অনেকগুলো পাখিকে ভিটার আশে পাশে ওড়াউড়ি করতে দেখা যায়।
এই পাখি পল্লির পাশে রেখা বেগমের (৫৫) বাড়ি। রেখা বলেন, স্যারেরা হাঁড়ি বাইন্দা রাখছে। পাখিগুলোর দিকে আমাগো খেয়াল রাখতে বলেছে। কাজটা ভালো হয়েছে বলে রেখা জানান। এ গ্রামের আরেক বাসিন্দা আলামিন হোসেন (২৭) বলেন, এভাবে সবাই যদি পাখির যত্ন নিত তাহলে বেশ ভালো হতো।
ভিটার মালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান বলেন, যখন শুনলাম পাখি সংরক্ষণের জন্য ওনারা (উদ্দীপনের কর্মকর্তারা) আমাদের ভিটায় পাখি পল্লী প্রতিষ্ঠা করতে চান তখন একবাক্যে রাজি হয়ে যাই। এ ধরনের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। পাশের ভিটার মালিক একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, কর্মকর্তারা চাইলে আমার ভিটাতেও পাখি পল্লি প্রতিষ্ঠা করতে পারেন।
পাখি পল্লি সম্পর্কে জানতে চাইলে উদ্দীপনের ঘাটাইল শাখার ব্যবস্থাপক মো. রাজ্জাক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে পাখির থাকার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা গ্রামীণ বনগুলোতে পাখি পল্লি প্রতিষ্ঠা করে পাখির আবাসস্থল সম্প্রসারিত করার চেষ্টা করছি। সেই সঙ্গে গ্রামীণ জনসাধারণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।
পাখি পল্লির ধারণা সম্পর্কে জানতে চাইলে ঘাটাইলের পাখি প্রেমিক ও শৌখিন ফটোগ্রাফার খাদেমুল মামুন বলেন, শুধু পাখিদের থাকার জন্য হাঁড়ি বাঁধলে হবে না। গ্রামের মানুষকে পাখি সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কমিউনিটি ভিত্তিক সচেতনতা সৃষ্টি হলেই কেবল এ ধরনের উদ্যোগ টেকসই ও সফল হবে।
গাজীপুরের শ্রীপুরে খেলার সময় একটি কারখানার পুকুরের পাড় ভেঙে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু পুকুর পাড়ে খেলার সময় দুই শিশু হঠাৎ পুকুরে পড়ে যায়। আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামের এন কে টেক্সটাইল কারখানার পুকুরে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগানের সেকশনের মাঝে আকাশমণিগাছের ডালের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বিপুল কল (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা-বাগানের পোস্ট অফিস সড়কের রামো কলের ছেলে।
১৩ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি ডেইরি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৫ জনের একদল ডাকাত ফার্মে কর্মরত কর্মচারীদের বেঁধে রেখে ৯টি গরু এবং ২০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতি হওয়া গরুগুলোর বাজারমূল্য ২০ লাখ টাকা। ডা
২৩ মিনিট আগেমাদারীপুরের শিবচরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি থেকে চার নেতা পদত্যাগ করেছেন। আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা একসঙ্গে পদত্যাগের ঘোষণা দেন।
২৫ মিনিট আগে