Ajker Patrika

শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

প্রতিনিধি, শিবপুর (নরসিংদী) 
শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

নরসিংদীর শিবপুরে পানিতে ডুবে শারমিন আক্তার (৭) ও মিনহা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

 এই তথ্য নিশ্চিত করেছেন দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ। 

নিহত শারমিন আক্তার দুলালপুরের দরগাবন্দ গ্রামের মো. আলীর মেয়ে ও মিনহা আক্তার সাধারচর গ্রামের সুমন মিয়ার মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে দুলালপুরের দরগাবন্দ গ্রামের দুই শিশুকে নৌকায় ঘোরানোর কথা বলে চিনাদি বিলে নিয়ে যায় কামাল নামে এক যুবক। কিছুক্ষণ পর কামাল ফিরে আসলেও দুই শিশু আর ফেরেনি। দুপুর গড়িয়ে বিকেল হলে সবাই খোঁজাখুঁজি শুরু করে। এ সময় কামালকে চাপ দিলে সে বিলে নিয়ে যাওয়ার কথা জানান। পরে গ্রামবাসীরা বিল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। 

দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, কামাল দরগাবন্দ গ্রামে তাঁর বোনের বাড়িতে থাকত। সে দুজনকে বিলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। কামালকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। 

শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, চিনাদী বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ওসি আরও বলে, এখন পর্যন্ত চাঞ্চল্যকর কোনো তথ্য পাইনি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত