Ajker Patrika

মিরপুরে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

রাজধানী মিরপুরের শাহ আলীতে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—রুবেল দাস (২৩) ও হৃদয় দাস (২৬)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও তিন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—লিটন দাস ও জামাল বাদশা। তাঁদের শরীরের কিছু অংশ দগ্ধ হলেও আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হতাহতরা মেসার্স মোমিন এন্টারপ্রাইজের শ্রমিক। প্রতিষ্ঠানটি বিভিন্ন কারখানার ভারী যন্ত্রপাতি ও মালপত্র বহুতল ভবনে লোড ও আনলোডিংয়ের কাজ করে।

মেসার্স মোমিন এন্টারপ্রাইজের মালিক স্বপন সরকার বলেন, একটি গার্মেন্টসের যন্ত্রপাতি নামানোর জন্য লোহার পাইপ দিয়ে কাঠামো বানিয়ে নামানো হচ্ছিল। এ সময় লোহার পাইপ ওপরের বিদ্যুতের সংস্পর্শে এলে শ্রমিকেরা বিদ্যুতায়িত হয়ে মারা যান।

ঢাকা মহানগর পুলিশের দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ আজকের পত্রিকাকে বলেন, বেড়িবাঁধ সংলগ্ন রয়্যাল সিটি এলাকায় ট্রাক থেকে লোহার পাইপ নামাচ্ছিলেন শ্রমিকেরা। এ সময় দীর্ঘ পাইপগুলোর একটি রাস্তার ওপর দিয়ে চলে যাওয়া হাই ভোল্টেজ বিদ্যুতের তার স্পর্শ করে। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃত রুবেল দাসের বাবা সুভাষ দাস ও মা সুচিত্রা রানী। তাঁদের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার সাদেল্লাপুর গ্রামে। সাভারের হেমায়েতপুরের তেতুলঝোড়া মোড় এলাকায় তাঁরা থাকতেন। আর হৃদয় দাসের বাবা শ্রী শচী বাবু ও মা চায়না। দিনাজপুরের কাহারোল উপজেলার মহেশপুরে তাঁদের বাড়ি। তাঁরাও সাভারের হেমায়েতপুরে থাকতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত