Ajker Patrika

বিডিজেএ ফ্যামিলি ডে: তিন প্রজন্মের সম্মিলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিডিজেএ ফ্যামিলি ডে: তিন প্রজন্মের সম্মিলন

ঢাকায় গণমাধ্যমে কর্মরত বরিশালের সাংবাদিকদের সংগঠন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গাজীপুরের পূবাইলে আপন ভূবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে বিডিজেএর সদস্যদের সঙ্গে তাদের বাবা-মা, স্ত্রী ও সন্তানেরা অংশ নেন। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে তিন প্রজন্মের সম্মিলন ঘটে। 

অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা, নারীদের জন্য কার বালিশ কার কোলে প্রতিযোগিতা। এছাড়া বিডিজেএর সদস্যদের জন্য ছিল বল নিক্ষেপ করে স্ট্যাম্প ভাঙা। অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে কাওয়ালী গানের আসর। দিনব্যাপী আয়োজন শেষ হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্রর মধ্য দিয়ে। র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্য ঢাকা-ব্যাংকক কাপল বিমান টিকেট। এই পুরস্কার জিতেছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন। 

সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় পুরো আয়োজনে সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য একাধিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। প্রত্যেক সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি অতিথি হিসেবে সকল বাবা-মায়ের হাতেও পুরষ্কার তুলে দেয়া হয়। 

ফ্যামিলি ডে আয়োজক কমিটির আহ্বায়ক মাহবুব জুয়েল ও সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম অংশগ্রহনকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যামিলি ডে ২০২৪ বিডিজেএর উপদেষ্টা ও বিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন, বিডিজেএর উপদেষ্টা আবু জাফর সূর্য, বিডিজেএর উপদেষ্টা নজরুল ইসলাম মিঠু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত