Ajker Patrika

রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩০ ডেঙ্গু রোগী ভর্তি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩০ ডেঙ্গু রোগী ভর্তি  

রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৩০ জন রোগী ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই তথ্য উঠে আসে।
 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু জীবাণু নিয়ে ভর্তি হয়েছেন ৩০ জন রোগী। তবে এ সময়ে ঢাকার বাইরে কোনো রোগী নেই। রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি রয়েছেন ৯৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয় ৪৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪১ জন।
 
ঢাকার দুই সিটি করপোরেশন জানায়, চলতি বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় অনেক স্থানেই পানি জমে থাকছে। এই পানি থেকে এডিস মশার লার্ভা জন্ম নিচ্ছে। এ জন্য নিজেদের বাসাবাড়িতে কিংবা স্থাপনায় কোথাও যাতে পানি জমে না থাকে সে জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...