নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক মাসের মধ্যে আদালত দুর্নীতিবাজদের জামিন দিলে সমাজ তা ‘ভালোভাবে নেয় না’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ‘ঘুষের’ ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন আবেদন শুনানিকালে আজ মঙ্গলবার তিনি আইনজীবীদের এ কথা বলেন।
শুনানি শেষে মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ আরও তিন মাস বাড়িয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। ফলে মহিবুল ইসলামের জামিন আরও তিন মাস স্থগিত থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর মহিবুল ইসলামের পক্ষে ছিলেন মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা। শুনানির শুরুতে আসামি পক্ষের দুই আইনজীবী মহিবুল ইসলামের জন্য জামিনের আবেদন করেন।
এ সময় তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আমরা বলি, আপনারও বলেন। কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন আবেদন নিয়ে হাইকোর্টে আসেন। তিন মাসের মাথায় জামিন হয় কি করে? তিন মাসের মাথায় কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সাধারণ মানুষ, সমাজ ভালোভাবে দেখে না।’
দুদকের পক্ষের আইনজীবী খুরশীদ আলম খান জানান, গত জুলাই মাসে মহিবুলকে হাইকোর্ট জামিন দেন। দুদক চেম্বার আদালতে আবেদন করলে জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। গত ১৪ আগস্ট আপিল বিভাগ দুই মাসের জন্য শুনানি মুলতবি করেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আদালতে ওঠে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করে দুদক। ওই সময় সেখান থেকে ‘ঘুষের’ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুদকের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মহিবুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। এর তিন দিন পর রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে অর্থ মন্ত্রণালয়।
গত ১৮ এপ্রিল রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) তাকে হাজির করা হয়। ওইদিন আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে মহিবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর হাইকোর্ট থেকে জামিন পান এই কর্মকর্তা। পরে দুদকের আবেদনে আপিল বিভাগ গত ১৪ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেয়।
কয়েক মাসের মধ্যে আদালত দুর্নীতিবাজদের জামিন দিলে সমাজ তা ‘ভালোভাবে নেয় না’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ‘ঘুষের’ ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন আবেদন শুনানিকালে আজ মঙ্গলবার তিনি আইনজীবীদের এ কথা বলেন।
শুনানি শেষে মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ আরও তিন মাস বাড়িয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। ফলে মহিবুল ইসলামের জামিন আরও তিন মাস স্থগিত থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর মহিবুল ইসলামের পক্ষে ছিলেন মনসুরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা। শুনানির শুরুতে আসামি পক্ষের দুই আইনজীবী মহিবুল ইসলামের জন্য জামিনের আবেদন করেন।
এ সময় তাদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আমরা বলি, আপনারও বলেন। কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন আবেদন নিয়ে হাইকোর্টে আসেন। তিন মাসের মাথায় জামিন হয় কি করে? তিন মাসের মাথায় কোনো দুর্নীতিবাজ ব্যক্তিকে উচ্চ আদালত জামিন দিলে সাধারণ মানুষ, সমাজ ভালোভাবে দেখে না।’
দুদকের পক্ষের আইনজীবী খুরশীদ আলম খান জানান, গত জুলাই মাসে মহিবুলকে হাইকোর্ট জামিন দেন। দুদক চেম্বার আদালতে আবেদন করলে জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। গত ১৪ আগস্ট আপিল বিভাগ দুই মাসের জন্য শুনানি মুলতবি করেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আদালতে ওঠে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করে দুদক। ওই সময় সেখান থেকে ‘ঘুষের’ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুদকের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মহিবুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। এর তিন দিন পর রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে অর্থ মন্ত্রণালয়।
গত ১৮ এপ্রিল রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) তাকে হাজির করা হয়। ওইদিন আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে মহিবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর হাইকোর্ট থেকে জামিন পান এই কর্মকর্তা। পরে দুদকের আবেদনে আপিল বিভাগ গত ১৪ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেয়।
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
৩ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৬ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৯ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২৪ মিনিট আগে