নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার (৫ জুলাই) সকালে ডিএসসিসির অঞ্চল-৪-এর অন্তর্গত সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যানসংলগ্ন এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
অভিযান চলাকালীন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও বিশেষ মশানিধন এবং পরিচ্ছন্নতা অভিযানের এটি আমাদের চতুর্থ পর্ব। যার মূল উদ্দেশ্য হলো জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি।’
ডিএসসিসির প্রশাসক জানান, ফগার মেশিনে ব্যবহৃত কীটনাশকের পরিমাণ ৩০ লিটার থেকে বাড়িয়ে ৬০ লিটার করা হয়েছে। পাশাপাশি অঞ্চলভিত্তিক তদারকি টিম গঠন করে ওষুধ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এই সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ। ঢাকা শহরের বিশাল জনসংখ্যার মধ্যে সচেতনতা ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়।
মো. রেজাউল মাকছুদ আরও বলেন, সরকার ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় নির্দেশিকা-২০২৫ প্রণয়ন করছে, যেখানে নাগরিক ও সরকারের দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারিত থাকবে।
পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির অঞ্চল-৪-এর ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডের ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয়। এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী অংশ নেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার (৫ জুলাই) সকালে ডিএসসিসির অঞ্চল-৪-এর অন্তর্গত সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যানসংলগ্ন এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
অভিযান চলাকালীন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও বিশেষ মশানিধন এবং পরিচ্ছন্নতা অভিযানের এটি আমাদের চতুর্থ পর্ব। যার মূল উদ্দেশ্য হলো জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি।’
ডিএসসিসির প্রশাসক জানান, ফগার মেশিনে ব্যবহৃত কীটনাশকের পরিমাণ ৩০ লিটার থেকে বাড়িয়ে ৬০ লিটার করা হয়েছে। পাশাপাশি অঞ্চলভিত্তিক তদারকি টিম গঠন করে ওষুধ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এই সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ। ঢাকা শহরের বিশাল জনসংখ্যার মধ্যে সচেতনতা ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়।
মো. রেজাউল মাকছুদ আরও বলেন, সরকার ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় নির্দেশিকা-২০২৫ প্রণয়ন করছে, যেখানে নাগরিক ও সরকারের দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারিত থাকবে।
পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির অঞ্চল-৪-এর ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডের ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয়। এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী অংশ নেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা।
মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমদানি কার্গো ভিলেজ ঘিরে রেখেছেন যৌথ বাহিনীর সদস্যরা। শুধু জরুরি সেবায় নিয়োজিত ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
২ ঘণ্টা আগেনৌপথে ঢাকা থেকে বরিশাল হয়ে মোরেলগঞ্জ পর্যন্ত যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল প্যাডেলচালিত স্টিমার। ঐতিহ্যবাহী এ জলযানের চলাচল বন্ধ হয়ে যায় তিন বছর আগে। এবার সেই ঐতিহ্য ফেরানোর উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে