Ajker Patrika

বসিলায় জুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২২, ০০: ০১
Thumbnail image

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার রাজধানীর মোহাম্মদপুরে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

আজ সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার হাউজিংয়ের আহমেদ ফুটওয়ার জুতার কারখানায় এ ঘটনা ঘটে। 

মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে। আরও দুটি ইউনিটকে ইতিমধ্যে খবর পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছাতে রওনা দিয়ে পথে রয়েছে।

এ ছাড়াও, আশপাশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত