টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন শুরু করলে নিয়োগ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। পরে বেলা ৩টার দিকে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি থেকে সরে যান।
এর আগে সোমবার ফার্মেসি বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষার পূর্ব নির্ধারিত দিন ছিল। ওই পদে চাকরির জন্য আবেদন করেছিলেন ৯৪ জন প্রার্থী। তাঁদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
এদিকে শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমতো শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি তুলে আন্দোলনে নামেন। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার ফার্মেসি বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। আজ মঙ্গলবার ছিল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে। কিন্তু উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষকেরা অবস্থান করায় পরীক্ষা কেন্দ্রে যেতে পারেননি পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে প্রভাষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদার রহমান বলেন, ‘উপাচার্যের স্বেচ্ছাচারিতা ও একঘেয়েমির কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভিসি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন না করায় আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
‘শিক্ষকদের হাতে লাঞ্ছিত উপাচার্য, নিয়োগ স্থগিত’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের একটি অংশ ‘কতিপয় শিক্ষক তাকে (ভিসি) লাঞ্ছিত করেন’ এই অংশের প্রতিবাদ জানিয়ে ড. মাসুদার রহমান বলেন, ‘শিক্ষকেরা লাঞ্ছিত করেননি। উপাচার্যের একঘেয়েমি ও স্বেচ্ছাচারিতার কারণে শতাধিক শিক্ষক ও উপাচার্যের মুখোমুখি অবস্থানের সময় আমার গায়ের সঙ্গে গা লেগেছে।’
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন শুরু করলে নিয়োগ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। পরে বেলা ৩টার দিকে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি থেকে সরে যান।
এর আগে সোমবার ফার্মেসি বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষার পূর্ব নির্ধারিত দিন ছিল। ওই পদে চাকরির জন্য আবেদন করেছিলেন ৯৪ জন প্রার্থী। তাঁদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
এদিকে শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমতো শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি তুলে আন্দোলনে নামেন। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার ফার্মেসি বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। আজ মঙ্গলবার ছিল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে। কিন্তু উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষকেরা অবস্থান করায় পরীক্ষা কেন্দ্রে যেতে পারেননি পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে প্রভাষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদার রহমান বলেন, ‘উপাচার্যের স্বেচ্ছাচারিতা ও একঘেয়েমির কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভিসি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন না করায় আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
‘শিক্ষকদের হাতে লাঞ্ছিত উপাচার্য, নিয়োগ স্থগিত’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের একটি অংশ ‘কতিপয় শিক্ষক তাকে (ভিসি) লাঞ্ছিত করেন’ এই অংশের প্রতিবাদ জানিয়ে ড. মাসুদার রহমান বলেন, ‘শিক্ষকেরা লাঞ্ছিত করেননি। উপাচার্যের একঘেয়েমি ও স্বেচ্ছাচারিতার কারণে শতাধিক শিক্ষক ও উপাচার্যের মুখোমুখি অবস্থানের সময় আমার গায়ের সঙ্গে গা লেগেছে।’
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২০ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২১ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩৭ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে