অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে হাওরবেষ্টিত ইটনা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের এ সম্মেলনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৫ সালে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. ওবায়দুর রহমান সেলিম সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১৮ বছর কোনো সম্মেলন হয়নি। অনেক নেতা ছাত্রত্ব হারিয়ে চলে গেছেন কর্মস্থল ও মূল দলে। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছাত্রত্ব শেষ হওয়ার পর বিজয় রায়সহ তিনজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯ সেপ্টেম্বর ইটনা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা কার হলে, উপজেলার ৯টি ইউনিয়নে পদপ্রত্যাশী নেতারা সভা-সমাবেশ ও জনসংযোগ শুরু করেন। এতে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা সদরে অতিথিদের স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে সাজানো হয়েছে।
আসন্ন সম্মেলনে ছাত্রলীগে পদপ্রত্যাশী নেতারা জানান, ১৮ বছর ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় বিকশিত হয়নি ছাত্রলীগ, সৃষ্টি হয়নি নতুন নেতৃত্ব। দীর্ঘদিনের চেষ্টায় সম্মেলন হচ্ছে। এতে সংগঠন প্রাণ ফিরে পাবে প্রত্যাশা তাঁদের।
উপজেলায় সভাপতি পদে রাকিবুল হাসান রোকেল, সম্রাট রিংকু ও তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ মিঠুন, রিয়াদুল হাসান হৃদয়, আল আমিন হোসেন উজ্জল, দীপ্ত বণিক, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, রেজাউল করিম ও রিফাত সানি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ইটনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিজয় রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছি। এর আগে আরও দুজন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৮ বছর সম্মেলন না হওয়ার ব্যর্থতা স্বীকার করছি। উৎসবমুখর পরিবেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারব, এতে আমি গর্বিত ও আনন্দিত।’
১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে হাওরবেষ্টিত ইটনা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের এ সম্মেলনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৫ সালে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. ওবায়দুর রহমান সেলিম সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১৮ বছর কোনো সম্মেলন হয়নি। অনেক নেতা ছাত্রত্ব হারিয়ে চলে গেছেন কর্মস্থল ও মূল দলে। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছাত্রত্ব শেষ হওয়ার পর বিজয় রায়সহ তিনজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯ সেপ্টেম্বর ইটনা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা কার হলে, উপজেলার ৯টি ইউনিয়নে পদপ্রত্যাশী নেতারা সভা-সমাবেশ ও জনসংযোগ শুরু করেন। এতে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা সদরে অতিথিদের স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে সাজানো হয়েছে।
আসন্ন সম্মেলনে ছাত্রলীগে পদপ্রত্যাশী নেতারা জানান, ১৮ বছর ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় বিকশিত হয়নি ছাত্রলীগ, সৃষ্টি হয়নি নতুন নেতৃত্ব। দীর্ঘদিনের চেষ্টায় সম্মেলন হচ্ছে। এতে সংগঠন প্রাণ ফিরে পাবে প্রত্যাশা তাঁদের।
উপজেলায় সভাপতি পদে রাকিবুল হাসান রোকেল, সম্রাট রিংকু ও তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ মিঠুন, রিয়াদুল হাসান হৃদয়, আল আমিন হোসেন উজ্জল, দীপ্ত বণিক, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, রেজাউল করিম ও রিফাত সানি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ইটনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিজয় রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছি। এর আগে আরও দুজন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৮ বছর সম্মেলন না হওয়ার ব্যর্থতা স্বীকার করছি। উৎসবমুখর পরিবেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারব, এতে আমি গর্বিত ও আনন্দিত।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৩ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৪ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৫ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৫ ঘণ্টা আগে