Ajker Patrika

ভোটের দিন সকালে সিসি ক্যামেরা বসেছে জায়েদার কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২৩, ১০: ০০
ভোটের দিন সকালে সিসি ক্যামেরা বসেছে জায়েদার কেন্দ্রে

আজ গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন। সকাল ৭টা ৪৭ মিনিট। গাজীপুর সিটি করপোরেশন এলাকার কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। কানাইয়া স্কুলে নিজের ভোট দেবেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

ভোট গ্রহণ শুরুর অল্প কিছুক্ষণ আগে এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত সীমানার বাইরে গুটি কয়েক ভোটার অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ব্যস্ত সময় পার করছেন প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যরা। তবে এ সময় এই কেন্দ্রের কয়েকটি বুথের সিসি ক্যামেরা মেরামত করতে দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, এই কেন্দ্রের সাতটি বুথে ভোট দেবেন ২ হাজার ৩৫৬ জন ভোটার। অন্যদিকে গাজীপুরে ভোট সুষ্ঠু করতে এই নগরীর ৪৮০টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত মঙ্গলবার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় নিশ্চিত করেছেন। তবে কেন্দ্রে গিয়ে দেখা মেলে ভিন্ন পরিস্থিতি। 

এ সব বিষয়ে জানতে কথা হয় কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা শামসুজ্জামানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একটা বুথ নেব কী নেব না, ওটা নিয়ে ঝামেলা। লাস্টে ম্যাজিস্ট্রেট স্যার ফাইনালি বলছেন, ভোট নেওয়া যাবে। তাই ভোর ৫টার দিকে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।’ 
 
দুই দিন আগেই লাগানোর কথা ছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘অস্থায়ী বুথ নেওয়ার কথা ছিল। বৃষ্টি এলে ঝামেলা হতে পারে, তাই স্থায়ী বুথ নিয়েছি।’ 

নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য উদ্‌গ্রীব হয়ে আছি। ইভিএমে জীবনের প্রথম ভোট দেব। এটাই আমাদের নতুন অভিজ্ঞতা হবে।’ 

তবে ইভিএমএ মক ভোটের দাবি তোলেন এই ভোটার। ভোট সুষ্ঠু না হয়ে কোনো উপায় নেই বলে মনে করেন এই ব্যক্তি। তিনি বলেন, ‘স্মার্ট যুগে স্মার্ট মানুষ ভোট দেবে। এটা সুষ্ঠু না হয়ে উপায় নেই।’ একই ওয়ার্ডের আওলাদ হোসেনসহ আরও কয়েকজন তাঁর কথায় সায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত