Ajker Patrika

‘মানুষের কষ্ট কমুক, শান্তি বজায় থাকুক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘মানুষের কষ্ট কমুক, শান্তি বজায় থাকুক’

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রায় ৩৫ হাজার মুসুল্লি। জাতীয় ঈদগাহে একটিই জামাত অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ৬টা থেকেই ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে জড়ো হতে থাকেন মুসল্লিরা। সাড়ে ৭টার পর ঈদগাহে প্রবেশের গেটে দীর্ঘ সারি দেখা গেছে। প্রবেশ গেট ও ঈদগাহের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। পুলিশ ও র‍্যাবের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহে প্রবেশ করার সময় সবাইকে চেকিং করা হচ্ছে।’

ঈদের নামাজ পড়তে আসা মোহাম্মদপুরের বাসিন্দা আমিনুর রহমান বলেন, ‘সব সুন্দর ভাবে চলুক, মানুষের কষ্ট কমুক, শান্তি বজায় থাকুক। এবারের ঈদ থেকে এটাই চাওয়া ৷ সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি।’ কমলাপুরের বাসিন্দা নাসিমুল ইসলাম বলেন, ‘মানুষে মানুষে বৈষম্য কমুক এটাই এ বছরের প্রত্যাশা থাকবে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদ হোসেন বলেন, ‘করোনায় দুই বছর মানুষ অনেক কষ্ট করেছে। মানুষের অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ। উন্নয়ন হচ্ছে ঠিকই কিন্তু বৈষম্যও বাড়ছে। রমজানের, ঈদ শুধু পালন করলেই হবে না। সাম্যের যে অন্তর্নিহিত মর্মবাণী তাও দায়িত্বশীলদের বুঝতে হবে।’

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শুরুর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকালে সাড়ে ৭টায়। এ ছাড়াও বায়তুল মোকাররমে ৮ টা,৯ টা,১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের বাকি জামাত অনুষ্ঠিত হয়েছে। 

করোনার কারণে গত দুই বছর ঈদের জামাত হয়নি জাতীয় ঈদগাহে। তাই ইচ্ছা থাকা সত্বেও অনেকেই জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসতে পারেননি। কিন্তু এ বছর আর করোনার বাঁধা-নিষেধ নেই। তাই আবারও পরিবার, বন্ধুদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে দূরদূরান্ত থেকে মানুষজন এসেছেন জাতীয় ঈদগাহে। 

পুরান ঢাকা বাসিন্দা শাহীন রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে প্রতিবছর এখানেই নামাজ পড়তাম। কিন্তু গত দুই বছর পড়তে পারি নাই। এলাকার অনেকে একসঙ্গে এখানে নামাজ পড়তে আসতাম। এই দুই বছরে অনেককে হারাইসি। আমরাও ছোট থাকতে আমাদের বাবা-মার সঙ্গে আসতাম। সবাই সাবধানে থাকি, নিরাপদে থাকি। আর সুখে-দুঃখে সবাই সবার পাশে থাকি।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত