Ajker Patrika

ইফতার মুখে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত আমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ২০: ৪০
ইফতার মুখে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলাফত আমির

নারায়ণগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছিল খেলাফত মজলিস। প্রধান অতিথি ছিলেন দলের আমির মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। মাগরিবের আজানের আগ মুহূর্তে তিনি বক্তব্য শেষ করে ইফতার মুখে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আজ শুক্রবার শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। 

দলের আমিরের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান। 

জাহিদ হাসান আজকের পত্রিকা বলেন, ‘মহানগর খেলাফত মজলিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী। ইফতারের আগে তিনি দীর্ঘ বক্তব্য দেন। এ সময় আকস্মিক স্ট্রোক করেন তিনি। দ্রুত তাঁকে শহরের ইসলামিয়া হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত