Ajker Patrika

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জির পদত্যাগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

পুনর্নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী পদত্যাগ করেছেন। তার পুনর্নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে তাকে পদ থেকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন একদল আইনজীবী। আজ বুধবার আইন উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র দেন তিনি।

গত আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

গত ২৮ আগস্ট আগের সরকারের সব আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

ওই নিয়োগের পর সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী বিক্ষোভ করে আসছিলেন। তারা গত সরকারের সহযোগী আখ্যা দিয়ে ২৬ জন আইন কর্মকর্তাকে বাদ দেওয়ার দাবি জানান। অ্যাটর্নি জেনারেল বরাবর গত ১ সেপ্টেম্বর ২৬ জন আইন কর্মকর্তার বিষয়ে লিখিত আপত্তিও জমা দেন ৬০ আইনজীবী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে যাদের বিষয়ে লিখিত আপত্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে সুজিত চ্যাটার্জি ছাড়া বাকিরা হলেন–সাইফুদ্দিন খালেদ, শিউলি খানম, ফয়েজ আহমেদ, প্রকাশ রঞ্জন বিশ্বাস, আইনুন্নাহার ও সৈয়দা সাজিয়া শারমিন।

সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে যাদের বিষয়ে লিখিত আপত্তি দেওয়া হয়েছে তারা হলেন–রোহানি সিদ্দিকা, আবুল হাসান, তামান্না সুলতানা, সুমাইয়া বিনতে আজিজ, চৌধুরী শামসুল আরেফিন, আঞ্জুমান আরা লিমা, জমারত আলী, তাশরিফা সুলতানা জলি, মোস্তাফিজুর রহমান টুটুল, কাজী তামান্না ফেরদৌস, মো.তারেক রহমান, সাদিয়া আফরিন শাপলা, মনিরা সুলতানা, আজগারুল ইসলাম, শেখ মোহাম্মদ ফাইজুল ইসলাম, আবুল ফজল, আশিক রুবায়াত, বিল্লাহ আহমেদ মজুমদার ও সাদিয়া খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত