Ajker Patrika

মেহেরপুরে স্থলবন্দর হবে: জনপ্রশাসন মন্ত্রী

মেহেরপুরে স্থলবন্দর হবে: জনপ্রশাসন মন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলার কৃতী সন্তান ফরহাদ হোসেন ও মেহেরপুর–২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হককে সংবর্ধনা দিয়েছে মেহেরপুর জেলা সমিতি। 

গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে (কেআইবি অডিটোরিয়াম) সমিতির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সভাপতি ও কমিটির আহ্বায়ক দা’তো ইঞ্জিনিয়ার মো. একরামুল হক, সমিতির সাধারণ সম্পাদক আ. ন. ম. কুদরত–ই–খুদাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘মেহেরপুর মুক্তিযুদ্ধের অন্যতম জায়গা। মেহেরপুরে কৃষি কৃষি ইনস্টিটিউট করা হচ্ছে যেখানে ৪৭ জন কৃষি বিজ্ঞানী কাজ করবেন, যারা দেশের কৃষি উন্নয়নে অবদান রাখবেন। পাশাপাশি এই এলাকার মানুষের যাতে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয় সে জন্য নির্মাণ করা হবে অত্যাধুনিক হাসপাতাল। মেহেরপুরে হবে স্থলবন্দর, যার ফলে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে।’ 

অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি বক্তব্য দেন মেহেরপুর জেলা সমিতি সভাপতি ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক, সমিতির সাধারণ সম্পাদক এবং সহ–সভাপতিরা। 

অনুষ্ঠানে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত