জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয়ের জন্য ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। এই কমিটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জকসু গঠনের আইনগত দিক পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করবে। আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হলো। কমিটিতে আহ্বায়ক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, সদস্যসচিব হিসেবে প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক রয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন।
অফিসে আদেশে এই কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে—শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয় করা, জকসু গঠনের আইনগত দিক পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কমিটি প্রয়োজনে নিজ সুপারভিশনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন।
এ বিষয়ে কমিটির সদস্যসচিব প্রক্টর তাজাম্মুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের সব ধরনের সমস্যা সমন্বয় করে কাজ করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশ বিরাজমান থাকবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয়ের জন্য ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। এই কমিটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জকসু গঠনের আইনগত দিক পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করবে। আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হলো। কমিটিতে আহ্বায়ক হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, সদস্যসচিব হিসেবে প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক রয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন।
অফিসে আদেশে এই কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে—শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল বিষয়াদি সমন্বয় করা, জকসু গঠনের আইনগত দিক পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কমিটি প্রয়োজনে নিজ সুপারভিশনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন।
এ বিষয়ে কমিটির সদস্যসচিব প্রক্টর তাজাম্মুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের সব ধরনের সমস্যা সমন্বয় করে কাজ করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশ বিরাজমান থাকবে।’
পাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত হাদিস সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বেড়া উপজেলার তারাপুর গ্রামে
৬ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
১৩ মিনিট আগেচাঁদপুরের কচুয়ায় বিএনপির এক পক্ষের গণমিছিলে অপর পক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিল বের হলে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানায় আক্রান্ত পক্ষ।
১৭ মিনিট আগেকক্সবাজারের রামুতে বন বিভাগের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ মুখোমুখি অবস্থান নিয়েছে। মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পর্যটন স্পটে গত বৃহস্পতিবার বিকেলে দুই দপ্তরের কর্মকর্তাদের মধ্যে তর্কাতর্কির একটি ভিড়িও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০ মিনিট আগে