গাজীপুর প্রতিনিধি
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে আঁকা ছবি দিয়ে নুহাশ পল্লীতে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। আজ মঙ্গলবার সকালে হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট দুই ছেলে ও ভক্তরা।
শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদের হাতে আঁকা ছবিগুলো অনেক দিন আটকে ছিল নিউইয়র্কের একজন ব্যক্তির কাছে। আমরা সবগুলো ছবি হাতে পেয়েছি। এ ছাড়া হুমায়ূন আহমেদের সন্তানদের কাছে, আমার কাছে কিছু ছবি আছে। এগুলোসহ হুমায়ূন আহমেদের হাতে লেখা স্ক্রিপ্টগুলো তাঁর স্মৃতি জাদুঘরে রাখা হবে।’
হুমায়ূন আহমেদের স্বপ্ন ক্যানসার হাসপাতাল বিষয়ে শাওন বলেন, ‘আমি খুব ক্লান্ত হয়ে যাই এই প্রশ্নের উত্তর দিতে। আমার একার পক্ষে এটা করা সম্ভব না। তাঁর স্বপ্ন অনুযায়ী ক্যানসার হাসপাতাল করার শক্তি অর্জন করতে পারিনি। সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে হুমায়ূন আহমেদের সম্পদ দিতে তাঁর পরিবার পিছপা হবে না। তবে সুসংবাদ হচ্ছে হুমায়ূন আহমেদের আরেকটি স্বপ্ন ছিল তাঁর গ্রামের স্কুল নিয়ে। সেটি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। এ মাসেই সেটা এমপিওভুক্ত হয়েছে।’
এদিকে সকাল থেকেই হিমু, মিসির আলী, রূপা কিংবা বাকের ভাইয়ের নন্দিত রূপকারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর পরিবার, বিভিন্ন সংগঠন ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা।
এ ছাড়া লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে কোরআন খতমের আয়োজন করা হয়। দুপুরে সেই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুপুরে এতিমদের খাওয়ার ব্যবস্থা করা হয়।
হুমায়ূন আহমেদ সম্পর্কিত আরও পড়ুন:
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে আঁকা ছবি দিয়ে নুহাশ পল্লীতে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। আজ মঙ্গলবার সকালে হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট দুই ছেলে ও ভক্তরা।
শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদের হাতে আঁকা ছবিগুলো অনেক দিন আটকে ছিল নিউইয়র্কের একজন ব্যক্তির কাছে। আমরা সবগুলো ছবি হাতে পেয়েছি। এ ছাড়া হুমায়ূন আহমেদের সন্তানদের কাছে, আমার কাছে কিছু ছবি আছে। এগুলোসহ হুমায়ূন আহমেদের হাতে লেখা স্ক্রিপ্টগুলো তাঁর স্মৃতি জাদুঘরে রাখা হবে।’
হুমায়ূন আহমেদের স্বপ্ন ক্যানসার হাসপাতাল বিষয়ে শাওন বলেন, ‘আমি খুব ক্লান্ত হয়ে যাই এই প্রশ্নের উত্তর দিতে। আমার একার পক্ষে এটা করা সম্ভব না। তাঁর স্বপ্ন অনুযায়ী ক্যানসার হাসপাতাল করার শক্তি অর্জন করতে পারিনি। সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে হুমায়ূন আহমেদের সম্পদ দিতে তাঁর পরিবার পিছপা হবে না। তবে সুসংবাদ হচ্ছে হুমায়ূন আহমেদের আরেকটি স্বপ্ন ছিল তাঁর গ্রামের স্কুল নিয়ে। সেটি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। এ মাসেই সেটা এমপিওভুক্ত হয়েছে।’
এদিকে সকাল থেকেই হিমু, মিসির আলী, রূপা কিংবা বাকের ভাইয়ের নন্দিত রূপকারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর পরিবার, বিভিন্ন সংগঠন ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা।
এ ছাড়া লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে কোরআন খতমের আয়োজন করা হয়। দুপুরে সেই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুপুরে এতিমদের খাওয়ার ব্যবস্থা করা হয়।
হুমায়ূন আহমেদ সম্পর্কিত আরও পড়ুন:
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৮ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
১০ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
২০ মিনিট আগে