Ajker Patrika

এই অক্টোবর ফ্যাসিবাদী দুঃশাসনের শেষ মাস: যুব গণতন্ত্র মঞ্চ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২০: ০৫
এই অক্টোবর ফ্যাসিবাদী দুঃশাসনের শেষ মাস: যুব গণতন্ত্র মঞ্চ 

দেশ চরম এক রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। সরকারের ‘ফ্যাসিবাদী’ আচরণে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার প্রশ্নবিদ্ধ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থ পাচার, গুম, খুনসহ ক্ষমতাসীনদের নানান অত্যাচারে সাধারণ মানুষ দিশেহারা। তবে মানুষ জেগে উঠেছে। এই অক্টোবর মাসই ফ্যাসিবাদের দুঃশাসনের শেষ মাস। 

আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয় দলের যুব সংগঠনের জোট ‘যুব গণতন্ত্র মঞ্চে’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এ অনুষ্ঠানের স্লোগান ছিল ‘ফ্যাসিবাদ বিদায় কর, কর্মমুখী রাষ্ট্র গড়’।  

যুব গণতন্ত্র মঞ্চভুক্ত সংগঠনগুলো হলো জাতীয় যুব পরিষদ, নাগরিক যুব ঐক্য, বিপ্লবী যুব সংহতি, ভাসানী যুব পরিষদ, বাংলাদেশ যুব ফেডারেশন ও রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন। 

সভায় জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামসুল আলম নিক্সন বলেন, ‘দেশে কোনো জবাবদিহিতা নেই। বাজারে গিয়ে সাধারণ মানুষ বাজার করতে পারে না। কোনো সবজিও ১০০ টাকা কেজির নিচে পাওয়া যায় না। আমরা এই বাজার সিন্ডিকেট ভেঙে দিতে চাই। দেশ থেকে আওয়ামী মাফিয়ারা যে টাকা বিদেশে পাচার করেছে, তা ফেরত আনতে হবে। সেই টাকা দিয়ে শিল্পাঞ্চল করে বেকার সমস্যার সমাধান করা হোক। আমরা মনে করি, এই ফ্যাসিবাদের দুঃশাসনের এটাই শেষ মাস।’ 

রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল বলেন, ’আমরা বিশ্বাস করি, এই মাসের মধ্যেই সরকারের পতন হবে। দেশের সব বিরোধী দল এ মাসে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনেই এই সরকারের পতন হবে। এ মাসে না হলে আগামী মাসে হবে। কিন্তু অবশ্যই শিগগিরই পতন হবে।’ 

সভায় লিখিত বক্তব্য পড়েন নাগরিক যুব ঐক্যের সাম্য শাহ। এ সময় ১০ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, ‘লুটেরা, পাচারকারী, ভোট ডাকাত, ফ্যাসিবাদী মাফিয়া সরকারকে পদত্যাগ করতে হবে; একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে; শিক্ষিত-নিরক্ষর বেকারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব নিরসন করতে হবে; দেশের সব উপজেলায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে হবে; মাদক-বাণিজ্য নির্মূল করতে হবে; সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষা বাবদ কোনো টাকা গ্রহণ চলবে না।’ 

তিনি আরও বলেন, জাতীয় বাজেটে যুবদের দক্ষতা উন্নয়নে, উদ্যোক্তা সহায়তা ঋণ, প্রবাসী ঋণসহ যুবসংশ্লিষ্ট খাতসমূহে বরাদ্দ বৃদ্ধি করতে হবে; উচ্চশিক্ষিত ও দক্ষ যুবকদের বিনা জামানতে ঋণসহায়তা দিতে হবে; বেকার যুবকদের অন্তত ১০ হাজার টাকা ভাতা দিতে হবে এবং সংবিধানে কর্মসংস্থানের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। 

এস এম শামসুল আলম নিক্সনের সভাপতিত্ত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী যুব সংহতির সভাপতি বাবর চৌধুরী, ভাসানী যুব পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক উৎসব মোসাদ্দেক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত